হোম > প্রযুক্তি

প্রশ্নে যেসব নাম থাকলে কোনো উত্তর দেয় না চ্যাটজিপিটি

অনলাইন ডেস্ক

এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিতো। ছবি: ফিউচেরা সায়েন্সেস

সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।

চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।

এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।

তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।

তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন