হোম > প্রযুক্তি

রমজানে সহায়তা করবে স্মার্ট ওয়াচ

প্রযুক্তি ডেস্ক, ঢাকা

আমাদের জীবনযাত্রার প্রায় পুরোটাই হয়ে উঠেছে যন্ত্রনির্ভর। এরই পথ ধরে আমাদের চিরপরিচিত হাতঘড়িটিতেও এসেছে পরিবর্তন। অসাধারণ আর অবিশ্বাস্য সব ফিচারে সমৃদ্ধ হয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে স্মার্ট ওয়াচ নামে। রোজার এক মাস নির্ভুল সময় খুব জরুরি। স্মার্টওয়াচগুলোতে নির্ভুলভাবে সময় দেখানোর পাশাপাশি অ্যালার্ম, স্টপওয়াচ ও টাইমারের সুবিধা আছে। তবে এই ঘড়ির সব মডেলে স্পিকার না-ও থাকতে পারে, যদিও সেগুলো ভাইব্রেটের মাধ্যমে সময় জানিয়ে দেয়। সময় দেখানো ছাড়া স্মার্ট ওয়াচের যে ফিচারের জন্য জনপ্রিয়তা বেশি তা হলো, এর ফিটনেস ট্র্যাকিং-সুবিধা।

এই চমৎকার ডিভাইসগুলোতে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ও সেন্সর থাকে, যা স্বাস্থ্য রক্ষায় সহায়ক। রোজার দিনগুলোতে হাঁটার পরিমাণ, অক্সিজেনের মাত্রা, রোজা রেখে প্রেশারে সমস্যা ইত্যাদি হলে জানান দেবে স্মার্টওয়াচ।

এই ডিভাইসগুলোতে থাকা ব্লাড প্রেশার মনিটর রক্তচাপ পর্যবেক্ষণে রাখতে সাহায্য করে। সঙ্গে রক্তচাপের পুরোনো চার্টও সংরক্ষণ করে। এ ছাড়া শরীরচর্চার ও যোগাসনের রেকর্ড সংরক্ষিত রাখতে পারে এগুলো। হার্ট রেট মনিটরিং সুবিধা রোজার দিনগুলোতে হৃদ্‌রোগ আক্রান্ত মুসল্লিদের জন্য হতে পারে সহায়ক। সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম।

তাই অনেক স্মার্ট ওয়াচেই এখন স্লিপ মনিটর ফিচারটি থাকে। এটি প্রতিদিনের ঘুমের রেকর্ড সংরক্ষণ করাসহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এই ডিভাইসে কোরআন তিলাওয়াত, নানা রকম দোয়া শোনা যাবে। ফোন থেকে পছন্দের নিয়ত বা নিয়মও খুঁজে নেওয়া যাবে। এমনকি ওয়াই-ফাইয়ের সংযোগ থাকলে ফোন ছাড়াও সরাসরি ডিভাইস থেকেই এসব 
শোনা যাবে।

এআইয়ের বাজার দাঁড়াবে ৪.৮ ট্রিলিয়ন ডলার, হুমকিতে ৪০ শতাংশ চাকরি

অনলাইনে রেস্টুরেন্ট রিজার্ভেশন ও টিকিট বুকিং করে দেবে মাইক্রোসফটের এআই

২০ হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ১৩ এক্স

ইসরায়েলি নজরদারি টুল ব্যবহার করছে বিশ্বের ছয় দেশ

ফেসবুক রিল বানানোর সঠিক পদ্ধতি

অক্টোবরেই অচল হবে ২৪ কোটি কম্পিউটার, সচল রাখার বিকল্প উপায় কী

টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে