হোম > প্রযুক্তি

ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে মিউজিক ভিডিও আনছে স্পটিফাই

অনলাইন ডেস্ক

ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।

যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।

স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।

গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।

আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।

ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন