গ্রাহকদের টিভি দেখার সুযোগ আরও বাড়িয়ে দিতে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবাদাতা ব্র্যান্ড আকাশ ও দক্ষিণ কোরীয় বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং এক যৌথ উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগের আওতায় স্যামসাংয়ের ডিস্ট্রিবিউশন পার্টনার ফেয়ার ইলেক্ট্রনিক্স এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের নির্ধারিত শোরুমে ইউএইচডি কিংবা কিউএলইডি টিভির বান্ডল অফারে আকাশ সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।
চার কোম্পানির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ফেয়ার ইলেক্ট্রনিক্সের ৪০টি বিক্রয়কেন্দ্রে এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ৪৬টি বিক্রয়কেন্দ্রে নতুন বান্ডল অফারটি পাওয়া যাবে। আগামী ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত দুই মাসব্যাপী এ অফার চলবে।
এই অফারের আওতায় গ্রাহকরা স্যামসাংয়ের ইউএইচডি অথবা কিউএলইডি টিভির সঙ্গে আকাশ সংযোগের উপর ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। একইসঙ্গে প্রথম রিচার্জে ১০০% ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা আকাশ অ্যাকাউন্টে।
রিচার্জের পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে আকাশ অ্যাকাউন্টে।
সম্প্রতি রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে চারটি প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশন্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুৎফর রহমান, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মোহাম্মদ মাকসুদুল গণি, স্যামসাংয়ের হেড অব বিজনেস, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স অ্যান্ড আইটি বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শহিদ আহমেদ আব্দুল্লাহ, ফেয়ার ইলেক্ট্রনিক্সের অপারেশন ডিরেক্টর ফিরোজ মোহাম্মদ।