Ajker Patrika
হোম > প্রযুক্তি

ফোন চুরি ঠেকাতে নতুন ফিচার যোগ করবে গুগল

অনলাইন ডেস্ক

ফোন চুরি ঠেকাতে নতুন ফিচার যোগ করবে গুগল

পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি। 

পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে। 

দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে। 

গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে। 

প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে। 

ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন। 

ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ