হোম > প্রযুক্তি

কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমিরাত সরকারের বিশাল আয়োজন

‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’—এর তৃতীয় আসরে অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটরদের স্বাগত জানিয়েছেন দুবাইয়ের বাদশা। ছবি: এএফপি

অনলাইনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিশাল আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতের সরকার। শনিবার (১১ জানুয়ারি) আমিরাতের উপ–রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ শীর্ষক আয়োজনের তৃতীয় আসরে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত তৃতীয়বারের মতো ‘‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’’–এর আয়োজন করছে। প্রায় ২৩০ কোটি ফলোয়ারের সঙ্গে যুক্ত ১৫ হাজার কনটেন্ট ক্রিয়েটর এখানে অংশ নেবেন।’

তিনি আরও লেখেন, ‘আমরা সেই সব সৃজনশীল মানুষদের স্বাগত জানাই, যারা অর্থবহ কনটেন্ট তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা দেন। যা সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক।’

শেখ মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো, কনটেন্ট তৈরির এই শিল্পের জন্য একটি টেকসই অর্থনৈতিক খাত গড়ে তোলা, যা কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের কমিউনিটির মধ্যে সমৃদ্ধি ও সুযোগ নিয়ে আসবে।’

শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া অফিস ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট ২০২৫ ’–এর আয়োজন করেছে।

এই সামিট দুবাইয়ের এমিরেটস টাওয়ারস, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এবং মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের সামিটের মূল থিম ‘কনটেন্ট ফর গুড’।

‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ বিশ্বব্যাপী কনটেন্ট অর্থনীতির বিকাশে প্রথম এবং বৃহত্তম সম্মেলন। এ বছরের আয়োজনে ১৫ হাজারের বেশি কনটেন্ট ক্রিয়েটর এবং ৪২০ জন বিশিষ্ট বক্তা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে আছেন প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষজ্ঞ।

এবারের আয়োজনে বিশ্বখ্যাত ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও কোম্পানিগুলোর পরিচালনায় ৩০০ টির বেশি বিশেষ লাইভ সেশন অনুষ্ঠিত হচ্ছে।

এই সম্মেলনে বিভিন্ন দেশ ও বয়সের ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের অনুসারীদের সমাগম ঘটেছে।

এআইয়ের বাজার দাঁড়াবে ৪.৮ ট্রিলিয়ন ডলার, হুমকিতে ৪০ শতাংশ চাকরি

অনলাইনে রেস্টুরেন্ট রিজার্ভেশন ও টিকিট বুকিং করে দেবে মাইক্রোসফটের এআই

২০ হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ১৩ এক্স

ইসরায়েলি নজরদারি টুল ব্যবহার করছে বিশ্বের ছয় দেশ

ফেসবুক রিল বানানোর সঠিক পদ্ধতি

অক্টোবরেই অচল হবে ২৪ কোটি কম্পিউটার, সচল রাখার বিকল্প উপায় কী

টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে