Ajker Patrika
হোম > প্রযুক্তি

এক দিনেই জাকারবার্গের প্রায় ৩ হাজার কোটি ডলার লোকসান

প্রযুক্তি ডেস্ক

এক দিনেই জাকারবার্গের প্রায় ৩ হাজার কোটি ডলার লোকসান

এক দিনেই মোট সম্পদের ২ হাজার ৯০০ কোটি ডলার হারিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের শেয়ারবাজারে ধস নামায় এই লোকসানে পড়লেন জাকারবার্গ। তবে একই দিনে ব্লকবাস্টার ব্যবসার মাধ্যমে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ঝুলিতে যোগ হয়েছে আরও ২ হাজার কোটি ডলার।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট মেটায় জাকারবার্গের শেয়ার আছে ২৬ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার ২৬ শতাংশ কমে যাওয়ায় এই এক দিনেই ২ লাখ কোটি ডলার (২০০ বিলিয়ন) লোকসান করেছে মেটা। তাই জাকারবার্গের মোট সম্পদ ৮৫ হাজার কোটি ডলারে (৮৫ বিলিয়ন) নেমে এসেছে।

বাজার বিশ্লেষক সংস্থা রিফিনিটিভ তথ্য অনুসারে, ফোর্বস তালিকায় তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনে শেয়ার আছে ৯ দশমিক ৯ শতাংশ।

মূলত বৈদ্যুতিক যানবাহন তৈরিকারক প্রতিষ্ঠান বিনিয়োগের কারণেই আমাজনের মুনাফার পরিমাণ বেড়েছে। তা ছাড়া করোনা মহামারিতে মানুষ অনলাইন কেনাকাটার ওপর নির্ভরশীল হওয়ায় আমাজন এক ব্লকবাস্টার প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বসের মতে, ২০২১ সালে এর আগের বছরের তুলনায় জেফ বেজোস এর মোট সম্পদের পরিমাণ ৫৭ শতাংশ বেড়ে গিয়ে ১ লাখ ৭৭ হাজার (১৭৭ বিলিয়ন) ডলারে গিয়ে দাঁড়িয়েছে। 

এর আগে গত বছরের নভেম্বরে এক দিনেই ৩৫ হাজার কোটি ডলার লোকসানে পড়েন টেসলার মালিক ইলন মাস্ক। এবার বড় ধরনের লোকসানের মুখ দেখলেন জাকারবার্গ। 

এক দিনেই ২ হাজার ৯০০ কোটি ডলার হারানোয় ফোর্বসের বিলিয়নারির তালিকায় দ্বাদশ অবস্থানে নেমে এসেছেন জাকারবার্গ। এই তালিকায় তার ওপরে আছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ