হোম > প্রযুক্তি

ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ আনছে অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক

শুধু ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি সংগীত শোনার জন্য আলাদা স্ট্রিমিং সেবা চালু করছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২৮ মার্চ উন্মোচন করা হবে এই অ্যাপ। প্রতিদ্বন্দ্বী স্পটিফাই থেকে নিজেকে আলাদা করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ক্ল্যাসিক্যাল গান শোনা যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই।

অ্যাপল আরও জানায়, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের। শিগগিরই অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলোতেও পাওয়া যাবে এই অ্যাপ। অ্যাপলের অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপটি।

২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে অ্যাপলের।

সম্প্রতি, অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করে স্পটিফাই। শিগগিরই সব স্পটিফাই ব্যবহারকারীরা অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাঁদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবেন। তবে স্পটিফাইয়ের ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলত।

ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য স্পটিফাই ব্যবহার করতে না চাইলেও স্পটিফাই কর্তৃপক্ষ আশা করছে এর পরিবর্তন ঘটবে। অ্যাপে সব ধরনের কনটেন্টই রাখতে চায় প্ল্যাটফর্মটি। তবে এতে করে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন