হোম > প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি: বাহারি রঙে আসছে জেড ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬

অনলাইন ডেস্ক

এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল। 

বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।

এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে। 

এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)। 

গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে। 

গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে। 

এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে। 

তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন