বিজ্ঞাপন প্রচারে সাহায্য করার জন্য বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই ফিচার নিয়ে আসছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সহজে পণ্য ও সার্ভিসের প্রচারণা করতে সাহায্য করবে এসব ফিচার। এর মাধ্যমে মেটার এআই চ্যাটবটটি আরও উন্নতমানের ছবি তৈরি করে দিতে পারবে। মেটার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লামা (মেটার লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল নতুন এআই ফিচারগুলোকে সমর্থন দেবে।
মেটা বলছে, কোম্পানিটি টেক্সট তৈরির ফিচার উন্নত করার চেষ্টা করছে। ফিচারটি ব্র্যান্ডগুলো প্রচারণার জন্য উপযুক্ত মেসেজ তৈরি করতে সাহায্য করবে।
কোম্পানিটি বিজনেস নিউজরুম পেজে এক পোস্টে ফিচারগুলোর ঘোষণা দেয়। মেটা বলছে, বিজ্ঞাপনদাতাদের জন্য জেনারেটিভ এআই ফিচারগুলো চালু করা হয়েছে। যেমন–ছবি ও টেক্সট তৈরির ফিচার। ব্যবসার বিকাশে সাহায্য করার জন্য নতুন টুল ও সেবাগুলো আনা হচ্ছে।
ব্র্যান্ডগুলো চ্যাটবটে কোনো ছবি রেফারেন্স হিসেবে দিলে সে অনুযায়ী বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ ছবি তৈরি করে দেবে এই এআই ফিচার। এসব রেফারেন্স ছবি পণ্যের ছবি বা ব্র্যান্ডের অন্য কোনো ছবি হতে পারে। এ ছাড়া ছবিটি বিভিন্ন আঙ্গিকে তৈরির জন্য টেক্সটের মাধ্যমে নির্দেশনা দেওয়া যাবে। এভাবে এআই একই ছবির বেশ কয়েকটি সংস্করণ তৈরি করে দেবে।
এ ছাড়া টেক্সট ওভারলে ফিচারের মাধ্যমে ছবির ওপর টেক্সট জুড়ে দেওয়া যাবে। এই টেক্সট বিজ্ঞাপনদাতারা তৈরি করতে পারবেন বা এআই দিয়েও তৈরি করা যাবে। টেক্সট প্রম্পট ফিচার হেডলাইন ও পোস্টের জন্য ক্যাপশনও তৈরি করে দিতে পারবে। টেক্সট ওভারলে স্টোরি ও রিলসের ক্ষেত্রে বেশি কাজে দেবে ও আর টেক্সট প্রম্পটের মাধ্যমে পুরো পোস্ট তৈরি করা যাবে।
বিভিন্ন মাধ্যমে পোস্টের জন্য ছবিগুলো রিসাইজও করা যাবে। যেমন ফেসবুকের পোস্টের জন্য তৈরি ছবিটি রিলস বা স্টোরির জন্য রিসাইজ করা যাবে। এআই ফিচারগুলো ছবি ব্যাকগ্রাউন্ডও তৈরি করে দেবে। পাশাপাশি ছবির সঙ্গে সামঞ্জস্য রাখতে পণ্যটির সাইজও পরিবর্তন করতে পারবে। ফিচারগুলো প্ল্যাটফরমটির অ্যাড ম্যানেজারের ভেতরে অ্যাডভানটেজ প্লাস ক্রিয়েটিভ অপশনে পাওয়া যাবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০