Ajker Patrika
হোম > প্রযুক্তি

বিনা মূল্যে দিনে দুটি এআই ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে 

অনলাইন ডেস্ক

বিনা মূল্যে দিনে দুটি এআই ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে 

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ডাল–ই ৩–এর ওপর ভিত্তি করে এআই ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। এত দিন পর্যন্ত ফিচারটি শুধু পেইড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরাও চ্যাটজিপিটি দিয়ে প্রতিদিন দুটি করে এআই ছবি তৈরি করতে পারবে।

গত বছরের সেপ্টেম্বরে ডাল–ই ৩ মডেল উন্মোচন করে ওপেনএআই। সে সময় থেকে শুধু চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ফিচারটি ব্যবহার করতে পারত।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক ঘোষণায় ওপেনএআই বলে, ডাল–ই ৩–এর ছবি তৈরির ফিচারটি ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই প্ল্যানের জন্য প্রতিদিন দুটি করে ছবি তৈরির সীমা নির্ধারণ করা হয়েছে। আর তৈরি ছবির মানও পেইড প্ল্যানের মতোই হবে। চ্যাটজিপিটিকে বিভিন্ন নির্দেশনা দিয়ে ছবিগুলো তৈরি করা যাবে।

ফ্রি প্ল্যানের সব ব্যবহারকারীর কাছে ফিচারটি আসতে কিছুদিন সময় লাগতে পারে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইওএসের অ্যাপ ব্যবহার করে এআই ছবি তৈরি করতে পারবে। আর পেইড প্ল্যানে আগের মতো যত ইচ্ছা ততগুলো এআই ছবি তৈরি করা যাবে।

চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সাইড প্যানেল থেকে ডাল–ই ব্যবহার করা যাবে বা সাধারণভাবে নির্দেশনা দিলেও তা ব্যবহার করা যাবে। ডাল–ই ৩ মডেলে আলো, বিষয়বস্তু, ক্যামেরা অ্যাঙ্গেলের মতো বিভিন্ন নির্দেশনা দিয়ে এআই ছবি তৈরি করা যাবে।

আর যারা এই ধরনের নির্দেশনা দিতে পারবেন না, তারা চ্যাটজিপিটিকে বলেলেই প্রম্পট বা নির্দেশনা তৈরি করে দেবে। এরপর ডাল–ই ৩ মডেলে নির্দেশনাটি কপি করে পেস্ট করলেই, সেই অনুযায়ী ছবি তৈরি করে দেবে।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ