হোম > প্রযুক্তি

এক্সের পাবলিক পোস্ট ব্লক অ্যাকাউন্ট থেকেও দেখা যাবে 

বড় পরিবর্তন আসছে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মটির নতুন নিয়ম অনুযায়ী, আপনি কাউকে ব্লক করেলও তারা আপনার পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। তবে সেই ব্যক্তি আপনার পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া করতে পারবেন না। এই ফিচারটি শিগরিরই নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে এক্সের মালিক ইলন মাস্ক।

বর্তমানে কেউ ব্লক করার পর সেই ব্যক্তির প্রোফাইল দেখতে চেষ্টা করলে ‘আপনাকে ব্লক করা হয়েছে’—এমন মেসেজ দেখা যায়। এটি সমস্ত পোস্ট ব্লক করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়া, মিডিয়া, ফলোয়ার এবং ফলোয়ার তালিকা দেখাতেও বাধা দেয়।

এক্সের একটি সূত্র প্রযুক্তি বিষয়ক দ্য ভার্জকে জানিয়েছে, প্ল্যাটফর্মটির এই পরিবর্তন করছে কারণ ইতিমধ্যেই ব্যবহারকারীরা ব্লক করা ব্যক্তিদের পোস্ট অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে বা লগ আউট অবস্থায় দেখতে পারে।

ইলন মাস্ক ব্লক অপশন পছন্দ করেন না তা এর আগেই জানিয়েছেন। গত বছর তিনি বলেছেন, ফিচারটি ‘অর্থহীন’ এবং এর চেয়ে ‘একটি শক্তিশালী মিউট ফিচার’ চালু করা উচিত। সেসময় তিনি আরও বলেন, ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্লক ফিচার পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। তবে ডাইরেক্ট মেসেজে এই ফিচার চালু রাখবেন।

এক্সের ব্লক বাটন কোনো ব্যক্তিকে পোস্টে কমেন্ট করতে বাধা দেবে। ফলে দুর্বৃত্তরা কাউকে হয়রানি করতে পারবে না।

প্রায় ১০ বছর আগে এক্স যখন টুইটার নামে পরিচিত ছিল, তখন প্ল্যাটফর্মটি ব্লক ফিচারে একই ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল। তবে সেটি দ্রুত পরিবর্তন করা হয়। ২০১৩ সালে টুইটার তার নীতিমালা আপডেট করে ব্লক করা ব্যবহারকারীদের কন্টেন্ট দেখা, ফলো করা এবং এমনকি ব্লক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। তবে যিনি ব্লক করেছেন তিনি এসব কার্যক্রম দেখতে পারত না। তবে ব্লকিং আপডেটের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে টুইটার জরুরী বৈঠক ডেকে আগের ব্লক ফিচার ফিরিয়ে আনে।

এক্সের সব ব্যবহারকারী ব্লক ফিচারের নতুন পরিবর্তন ইতিবাচকভাবে নাও দেখতে পারে। কারণ হয়রানিকারী বা স্টকারদের থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রায়ই ব্লক ফিচারটি ব্যবহার করে। ব্লকিংয়ের নতুন পরিবর্তনগুলো এই বাধাগুলো কমিয়ে দেবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের