অনলাইন ডেস্ক
অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল দুটি আরও ১০ মাস পরে উন্মোচনের কথা রয়েছে। তবে ইতিমধ্যেই ডিভাইসগুলো নিয়ে অনেকগুলো গুজব রটেছে। আইফোন ১৬ প্রো মডেলের থেকে নতুন মডেলটির ক্যামেরা, ডিজাইন ও ফিচারে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনে আইফোন ১৭ প্রো মডেল নিয়ে ৮টি তথ্য ফাঁস হয়েছে। সেগুলো তুলে ধরা হলো—
অ্যালুমিনিয়াম ফ্রেম: আইফোন ১৭ প্রো মডেলগুলোর সম্পর্কে বলা হচ্ছে— এগুলোতে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে। যেখানে আইফোন ১৫প্রো এবং আইফোন ১৬প্রো মডেলগুলোতে টাইটানিয়াম ফ্রেম ছিল এবং আইফোন এক্স থেকে আইফোন ১৪ প্রো মডেলগুলোতে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলোর পেছনে একটি নতুন ‘কিছু অংশ অ্যালুমনিয়াম, কিছু অংশ-গ্লাস’ ডিজাইন থাকার কথা বলা হচ্ছে।
আয়তাকার ক্যামেরা বাম্প: ডিভাইসগুলোতে একটি ‘বড় আয়তাকার ক্যামেরা বাম্প’ থাকবে, যা অ্যালুমিনিয়ামের তৈরি হবে। ক্যামেরা বাম্পে স্মার্টফোনের ক্যামেরার লেন্স বা ক্যামেরা সেটআপ থাকে।
এ১৯ প্রো চিপ: আইফোন ১৭ প্রো মডেলগুলোতে অ্যাপের পরবর্তী প্রজন্মের এ১৯ প্রো চিপ ব্যবহার হতে পারে। এটি টিএসএমসি এর তৃতীয় প্রজন্মের ৩ এনএম প্রক্রিয়ায় তৈরি হবে। এবারও আগের মডেলগুলোর মতো ফোনগুলোর পারফরম্যান্স আরও উন্নত হবে।
অ্যাপলের নিজস্ব ওয়াইফাই–৭ চিপ: অন্তত একটি আইফোন ১৭ মডেলে অ্যাপলের নিজস্ব ওয়াইফাই–৭ চিপ থাকতে পারে।
২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা: আইফোন ১৭ এর চারটি মডেলে ২৪-মেগাপিক্সেল ফ্রন্ট বা সামনের ক্যামেরা থাকবে। যেখানে আইফোন ১৬ মডেলগুলোতে ১২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা: আইফোন ১৭ প্রো মডেলগুলোতে উন্নত ৪৮-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে, যা আইফোন ১৬ প্রো মডেলগুলোর ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থেকে আরও উন্নত।
১২ জিবি র্যাম: প্রথমে আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ প্রো মডেলে ১২ জিবি র্যাম থাকতে পারে। এই আপগ্রেডটি অ্যাপল ইন্টেলিজেন্স এবং মাল্টিটাস্কিং এর পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। আইফোন ১৬ সিরিজের চারটি মডেলে ৮ জিবি র্যাম রয়েছে।
ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড: আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের ডায়নামিক আইল্যান্ড আরও ছোট করা হতে পারে।
এ ছাড়া আইফোন ১৭ এয়ার নামের একটি নতুন মডেলও এই সিরিজের সঙ্গে যুক্ত হতে পারে। এই মডেলের ক্যামেরা ডিজাইন বাকি মডেলগুলোর জন্য ভিন্ন হতে পারে। এর একটি কেন্দ্রীভূত বাম্পে একটি এক লেন্স রাখা হবে।
তবে অ্যাপল এখনো আইফোন ১৭ মডেলগুলো ডিজাইন চূড়ান্ত করেনি। তাই এসব গুজব এবং প্রতিবেদনগুলোর তথ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার