অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। নিজের অ্যাকাউন্ট পাবলিক করে রাখলে এসব পোস্ট দেখতে পারে যেকেউ। ফলে অপরিচিত ব্যক্তিও এসব পোস্টে কমেন্ট বা মন্তব্য করতে পারেন। তবে এসব কমেন্টের মধ্যে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেন। এ ধরনের মন্তব্য আসা বিরক্তিকর বলে মনে হতে পারে। তবে ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট বন্ধ করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে অন্যরা পোস্ট দেখতে পেলেও মন্তব্য করার সুযোগ পাবে না। বিশেষ করে সংবেদনশীল বিষয় নিয়ে পোস্টের ক্ষেত্রে এই ফিচার বেশি গুরুত্বপূর্ণ।
নতুন ইনস্টাগ্রাম পোস্ট তৈরির সময় বা আগের পোস্টগুলোর কমেন্ট বন্ধ করা যায়। তবে সব পোস্টে একেসঙ্গে কমেন্ট বন্ধ করার সুযোগ নেই। একটি একটি করে পোস্টের কমেন্ট বন্ধ করতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
পোস্ট তৈরির সময় কমেন্ট বন্ধ করবেন যেভাবে
যদি আপনি আপনার পোস্টের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে আপনি পোস্টটি প্রকাশ করার আগে কমেন্ট বন্ধ করার ফিচারটি ব্যবহার করতে পারেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রামে পোস্ট তৈরির স্বাভাবিক প্রক্রিয়া শুরু করুন।
২. পোস্টটি পছন্দমতো এডিট করার পর নিচের দিকে থাকা ‘অ্যাডভান্সড সেটিংস’ বা ‘মোর অপশন’–এ ট্যাপ করুন।
৩. এরপর কমেন্ট সেকশনে যান। এখানে ‘টার্ন অফ কমেন্টিং’ এর পাশের বাটনে ট্যাপ করে এটি চালু করুন। ফলে বাটনটি নীল হয়ে যাবে। এর মাধ্যমে পোস্টের মন্তব্য করার সুযোগ বন্ধ হয়ে যাবে।
৪. এখন স্ক্রিনের ওপরের বাম পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করে শেয়ারিং বাটন ট্যাপ করুন।
পোস্ট করার আগে মন্তব্য বন্ধ করা কোনো স্থায়ী পদক্ষেপ নয়। আপনি চাইলে পরবর্তীতে মন্তব্য চালু করতে পারবেন।
পুরোনো পোস্টের কমেন্ট বন্ধ করবেন যেভাবে
পোস্ট প্রকাশ করার আগে কমেন্ট ফিচার বন্ধ করতে ভুলে গেলে তা পরবর্তীতে বন্ধ করতে পারবেন। এ ছাড়া একটি একটি করে আগের পোস্টগুলো মন্তব্যও বন্ধ করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ইনস্টাগ্রাম প্রোফাইলে যান।
২. যে পোস্টে কমেন্ট বন্ধ করতে চান সেটি খুঁজুন।
৩. ওপরের ডান কোণে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘টার্ন অফ কমেন্টিং’ অপশন নির্বাচন করুন।
এভাবে ব্যবহারকারীরা আপনার ইনস্টাগ্রাম নির্দিষ্ট পোস্টটিতে আর মন্তব্য করতে পারবে না। আবার যদি আপনি আপনার মন পরিবর্তন করেন তাহলে পূর্বের নির্দেশনা অনুসরণ করে কমেন্ট চালু করতে পারেন।
আবার যখন ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য বন্ধ থাকে, তখন কমেন্টগুলো গোপন থাকে কিন্তু মুছে যায় না। ফিচারটি চালু করলে সেগুলো আবার দৃশ্যমান হবে।
তথ্যসূত্র: হাইপফুরি