Ajker Patrika
হোম > প্রযুক্তি

মেটার ৫ হাজার ডলার বোনাস ঘোষণা

মো. আশিকুর রহমান

মেটার ৫ হাজার ডলার বোনাস ঘোষণা

সোশ্যাল মিডিয়া দুনিয়ায় আধিপত্য বিস্তারে আরও এক নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতারা ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দিলেই পাবেন পাঁচ হাজার ডলার। ‘ব্রেক-থ্রু বোনাস প্রোগ্রাম’ নামে একটি উদ্যোগ নিয়েছে মেটা। তারই অংশ এটি। কানাঘুষা চলছে, টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে মেটার এই কৌশল।

টিকটক ব্যবহারকারীদের লক্ষ্য করছে মেটা

মেটা সরাসরি টিকটকের নাম না নিলেও এই প্রস্তাব চালুর সময় ও পদ্ধতি দেখে অনেকে মনে করছেন, এটি মূলত টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করার একটি কৌশল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে; বিশেষ করে দেশটির সরকার প্ল্যাটফর্মটির ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে। তাই নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ শর্ত আরোপ করা হয়েছে টিকটকের ওপর। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এদের অনেকে অর্থ উপার্জনের জন্য এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। আর সেই শূন্যস্থান পূরণ করতে মেটার এই পদক্ষেপ।

৫ হাজার ডলার পাওয়ার শর্ত

এই বোনাস পাওয়ার জন্য নির্মাতাদের প্রতি ৩০ দিনে অন্তত ২০টি ফেসবুক রিল এবং ১০টি ইনস্টাগ্রাম রিল পোস্ট করতে হবে। ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সরাসরি কপি করা যাবে না। তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। শুধু নতুন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই অফার পাবে এবং মেটা নির্ধারণ করবে, কে এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।

অতিরিক্ত সুবিধা দিচ্ছে মেটা

শুধু ক্যাশ বোনাস নয়; মেটা আরও বেশ কিছু আকর্ষণীয় সুযোগ দিচ্ছে নির্মাতাদের। এগুলোর মধ্যে আছে ফ্রি ব্লু চেক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন। এটি তাদের জন্য বড় এক সুযোগ হতে পারে। এ ছাড়া ভিডিও নির্মাণ সহজ করতে এডিটস নামে নতুন একটি এডিটিং অ্যাপ চালু করেছে মেটা। যেটি জনপ্রিয় ক্যাপকাট অ্যাপের অনুরূপ। পাশাপাশি অ্যাফিলিয়েট লিংক ফিচার চালু করা হয়েছে। এটি টিকটক শপের মতো কাজ করবে।

platform-payouts-change-2024-copy

ইনস্টাগ্রামে নতুন পরিবর্তন

ইনস্টাগ্রামে কিছু ভিজ্যুয়াল পরিবর্তনও আনা হয়েছে। পোস্ট ও ভিডিওগুলোর আকার এখন আরও বড়। স্পষ্টভাবেই এটি টিকটকের ডিজাইন থেকে অনুপ্রাণিত। তবে এই পরিবর্তন অনেক নির্মাতার মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি স্বীকার করেছেন, এই পরিবর্তন সম্পর্কে আরও ভালোভাবে ব্যবহারকারীদের জানানো উচিত ছিল।

মেটার কৌশল কতটা সফল হবে

মেটার এসব কৌশল থেকে স্পষ্ট, তারা সোশ্যাল মিডিয়া বাজারে টিকটকের প্রতিদ্বন্দ্বী হতে চাইছে। এ ছাড়া ব্যবহারকারীদের টিকটকের বিকল্প হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে উৎসাহিত করছে। এটি সত্যিই নতুন কনটেন্ট ক্রিয়েশন যুগের সূচনা করবে কি না? তা সময়ই বলে দেবে।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে