Ajker Patrika
হোম > প্রযুক্তি

অ্যাকাউন্ট যাচাইকরণের পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন মাস্ক 

অনলাইন ডেস্ক

অ্যাকাউন্ট যাচাইকরণের পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন মাস্ক 

ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার যেভাবে কোনো একটি অ্যাকাউন্ট আসল কিনা তা যাচাই করে সেই পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন তিনি। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, কেবল পদ্ধতি জানালেই হবে না একই সঙ্গে অন্তত ১০০টি অ্যাকাউন্ট যাচাইয়ের নমুনা দিলেই কেবল তিনি টুইটার কেনার ডিলে অগ্রসর হবেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘যাই হোক, যদি দেখা যায় যে—তাদের (টুইটার) মার্কিন শেয়ার বাজারে বস্তুগতভাবে মিথ্যা তথ্য দিয়ে নথিভুক্ত হয়েছে তাহলেও এই ডিল এগোবে না।’ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার কর্তৃপক্ষ টুইটারের বিষয়ে এমন কোনো ‘সন্দেহজনক অভিযোগের’ তদন্ত করছে কিনা এমন এক টুইটের জবাবে মাস্ক এই টুইট করেন। 

তবে, এই বিষয়ে জানার জন্য টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এর আগে, গত বৃহস্পতিবার টুইটার মাস্কের দাবি—টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুল তথ্য দিয়ে প্রতারিত করার মাধ্যমে টুইটার ক্রয়ের বিষয়ে বাধ্য করেছিল—খারিজ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, মাস্কের দাবি ‘অকল্পনীয় এবং সত্যের বিপরীত’। 

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়