অনলাইন ডেস্ক
টানা ২৬ দিন আকাশে উড়ে নতুন রেকর্ড গড়েছে মনুষ্যহীন সৌরচালিত উড়োজাহাজ জেফির। এর আগের রেকর্ডটিও জেফিরের দখলেই ছিল। ২০১৮ সালে দীর্ঘসময় ফ্লাইটের রেকর্ডটি গড়েছিল সৌরচালিত এই উড়োজাহাজটি।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা থেকে এ তথ্য জানা গেছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক উড়োজাহাজের রুট এবং প্রতিকূল আবহাওয়া এড়াতে বায়ুমণ্ডলের ওপরে উড়েছে জেফিরের মনুষ্যহীন সৌরচালিত উড়োজাহাজটি। সৌরশক্তির পাশাপাশি উড়োজাহাজটিকে ব্যাটারির সহায়তা নিয়েও চলতে হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুসারে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মধ্য আমেরিকার বেলিজ অঞ্চলে ফ্লাইট পরিচালনা করে এবং পুনরায় ফিরে আসে।