হোম > প্রযুক্তি

টিকটকে গান শেয়ারের অনুমতি দিচ্ছে স্পটিফাই ও অ্যাপল মিউজিক

অনলাইন ডেস্ক

স্পটিফাই এবং অ্যাপল মিউজিক থেকে গান, প্লেলিস্ট, সরাসরি টিকটকে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। ছবি: হাও টু গিক

শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের অন্যতম চালিকা শক্তি সংগীত ও গান। এই প্ল্যাটফর্মের হাজারো ট্রেন্ডে মুখ্য ভূমিকা পালন করে মিউজিক। এ জন্য জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই ও অ্যাপল মিউজিক থেকে সরাসরি গান পোস্ট করার নতুন ফিচার যোগ হচ্ছে টিকটকে। এই ফিচারের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক সহজেই ভিডিও প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে।

টিকটকের নতুন ঘোষণার অনুযায়ী, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং অ্যাপল মিউজিক একটি নতুন ‘শেয়ার টু টিকটক’ ফিচার যোগ করেছে। এই ফিচারটি ব্যবহার করে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক থেকে সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক এবং আরও অনেক কিছু সরাসরি টিকটকে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি গান শেয়ার করার মতোই এই ফিচারটি কাজ করে। স্পটিফাইয়ের ট্র্যাকটি ফটো, ভিডিও, অথবা স্টোরি পোস্ট হিসেবে শেয়ার করবেন কিনা তা পছন্দমতো নির্বাচন করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা গানের ওপর ক্লিক করে সংশ্লিষ্ট গান শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।

ব্যবহারকারীরা তাদের পছন্দসই কনটেন্ট শেয়ার করার জন্য দুটি ভিন্ন উপায় নির্বাচন করতে পারেন। প্রথমত, টিকটক ফিড–এ পোস্ট করতে ব্যবহারকারীরা টিকটকের জনপ্রিয় গ্রিন স্ক্রিন ফিচার বা ফটো মোড ব্যবহার করে ট্র্যাক, অ্যালবাম, প্লেলিস্ট, পডকাস্ট বা অডিওবুক শেয়ার করতে পারবেন। আবার টিকটক মেসেজের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্পটিফাই মিউজিক, পডকাস্ট বা অডিওবুক বন্ধুদের কাছে পাঠাতে পারবেন।

এর আগে টিকটকে একটি প্লেলিস্ট শেয়ার করতে চাইলে মেসেজের মাধ্যমে লিংক পাঠাতে হতো অথবা কমেন্ট সেকশনে লিংকটি পোস্ট করতে হতো। এ ছাড়া, টিকটক অ্যাপের বাইরের মিউজিক ব্যবহারের প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল। কারণ পেস্ট করা লিংকগুলো ক্লিক বা ট্যাপ করা যেত না। স্পটিফাই একই ধরনের মিউজিক শেয়ারিং ইন্টিগ্রেশন এখন ইনস্টাগ্রামের জন্যও চালু করেছে।

নতুন অডিও আবিষ্কার এবং শেয়ার করার জন্য টিকটক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে, এই মাসের শেষের দিকে তারা ‘টিকটিক মিউজিক প্ল্যাটফর্মটি’ বন্ধ করে দেবে। তবে এই প্ল্যাটফর্মটি কখনো যুক্তরাষ্ট্রে চালু করা হয়নি।

সম্প্রতি কানাডাতে টিকটকের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটি সরকার। তবে দেশটির ব্যবহারকারীরা এখনো টিকটক ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

তথ্যসূত্র: নিওয়িন

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন