হোম > প্রযুক্তি

যে কারণে ১৪০ কোটি ডলার জরিমানা দেবে মেটা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় এই জরিমানার পরিমাণ প্রায় ১৬ হাজার ৪৫৫ কোটি টাকা। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানিটি বেআইনিভাবে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ টেক্সাসবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

মামলাটি নিষ্পত্তির শর্তাবলি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। টেক্সাসের আইনজীবীদের মতে, যুক্তরাষ্ট্রের কোনো একক রাজ্যের দায়ের করা মামলায় এটিই সবচেয়ে বড় অঙ্কের নিষ্পত্তি। 

২০২২ সালে মামলাটি দায়ের করা হয়। টেক্সাসের ২০০৯ বায়োমেট্রিক প্রাইভেসি আইনের অধীনে করা এটাই প্রথম কোনো বড় মামলা। এই আইনে সর্বোচ্চ ২৫ হাজার ডলার জরিমানা দেওয়ার বিধান রয়েছে। 

 মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ট্যাগ সাজেশন’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আপলোড করা ছবি ও ভিডিও থেকে ‘কোটো কোটি’ বার বায়োমেট্রিক তথ্য চুরি করেছে প্ল্যাটফরমটি। 

অন্যদিকে এই মামলা নিষ্পত্তি করতে পেরে সন্তুষ্ট মেটা। কোম্পানিটির মুখপাত্র বলেন, ‘টেক্সাসে ব্যবসায়িক বিনিয়োগগুলো আরও বাড়ানোর জন্য ভবিষ্যতের সুযোগগুলো অন্বেষণ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। সেই সঙ্গে টেক্সাসে উন্নত ডেটা সেন্টার তৈরিও করা হতে পারে।’ তবে আইন লঙ্ঘনের কথা অস্বীকার করে মেটা। 

এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, ‘নিষ্পত্তিটি রাষ্ট্রের ‘বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোর সামনে দাঁড়ানোর এবং আইন ভঙ্গ ও টেক্সাসবাসীদের গোপনীয়তা অধিকার লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি নিশ্চিত করে।’ 

রাজ্য আদালতে বিচার শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে গত মে মাসে একটি চুক্তিতে পৌঁছেছে টেক্সাস ও মেটা। 

এর আগে ২০২০ সালে বায়োমেট্রিক প্রাইভেসি মামলা নিষ্পত্তি করতে ৬৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছিল মেটা। মামলাটি ইলিনয় অঙ্গরাজ্যের গোপনীয়তা আইনের অধীনে দায়ের করা হয়। এটি দেশের সবচেয়ে কঠোর আইন বলে বিবেচিত। সে সময়ও আইন লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেনি মেটা। 

বায়োমেট্রিক আইন ভঙ্গের জন্য আলাদাভাবে গুগলের ওপর মামলা করেছে টেক্সাস। এই মামলার নিষ্পত্তি এখনো হয়নি।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন