হোম > প্রযুক্তি

সেলফোন ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিকস

ডা. নাকিব শাহ আলম

কথা বলার বাইরেও সেল ফোনের যে ব্যবহারগুলো এখন জনপ্রিয়, সেগুলোর মধ্যে ফটোগ্রাফি অন্যতম। এসব ক্যামেরার জন্য এখন আর প্রথাগত ক্যামেরা কেউ কিনতে চান না। ব্যবহারে স্বাচ্ছন্দ্য, দ্রুততা ও ক্যামেরার গুণগত মানের উন্নতির কারণে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। 

প্রচলিত ক্যামেরায় ছবি তোলার চেয়ে সেল ফোন ফটোগ্রাফির কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।

এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে:

  • সেল ফোন ক্যামেরা সাধারণত অন্যান্য ক্যামেরার তুলনায় সহজে বহনযোগ্য। অনেক সময় লোকজনের দৃষ্টি আকর্ষণ না করেই ছবি তোলা যায় এগুলো দিয়ে। ফলে ছবি হয় আরও স্বতঃস্ফূর্ত।
  • সেল ফোন ক্যামেরাগুলোতে প্রায়ই কিছু ফিচার থাকে, যেমন ফিল্টার, এডিটিং, জুম, ফ্ল্যাশ ও অটো ফোকাস, যা ছবি তোলার বিষয়টিকে অনেক সহজ করে দেয়।
  • এসব ক্যামেরার ছবি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তাৎক্ষণিক শেয়ার করা ও ফিডব্যাক নেওয়া যায়।

অন্যদিকে অসুবিধাগুলো হলো:  

  • সেল ফোন ক্যামেরায় অন্যান্য ক্যামেরার তুলনায় কম রেজল্যুশন, ডায়নামিক রেঞ্জ ও লেন্সের কম অপটিক্যাল কোয়ালিটি থাকতে পারে, যা ছবির স্পষ্টতা, ডিটেইল ইত্যাদিকে প্রভাবিত করতে পারে।
  • সেল ফোন ক্যামেরায় সীমিত ব্যাটারি লাইফ এবং স্টোরেজ ক্ষমতা থাকতে পারে, যা ছবির সংখ্যা ও সময়কাল সীমাবদ্ধ করতে পারে।
  • এসব ক্যামেরা পরিবেশগত কারণ, যেমন ধুলা, আর্দ্রতা ইত্যাদি দিয়ে প্রভাবিত হতে পারে, যা ক্যামেরার লেন্স বা সেন্সরে সমস্যা করতে পারে।

কিছু টিপস ও ট্রিকস

  • যথা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করুন। এটি সুন্দর ছায়া ও হাইলাইট তৈরি করতে পারে। একেবারে প্রয়োজন না হলে ফ্ল্যাশ ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ ফ্লাশ অযথা ছায়া তৈরি করতে এবং ছবির বিষয়ের স্বাভাবিক রং নির্জীব করে ফেলতে পারে।
  • বিভিন্ন কোণ থেকে ছবি তোলার চেষ্টা করুন। সরাসরি যা দেখা যায় সেই ছবি না তুলে ছবির বিষয়টির বিভিন্ন কোণ এবং উঁচু বা নিচু থেকে ছবি তোলার চেষ্টা করুন। প্রয়োজনে ছবির বিষয়বস্তু থেকে দূরে বা আরও কাছে গিয়ে ছবি তুলুন। এতে আপনার ছবিতে নতুন আঙ্গিক ধরা দেবে।
  • ছবি তুলতে গ্রিডলাইন ব্যবহার করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় গ্রিডলাইন নিয়মটি হচ্ছে রুল অব থার্ড। এতে দুটি অনুভূমিক ও দুটি খাড়া রেখা ছবির ফ্রেমটিকে নয়টি সমান অংশে বিভক্ত করে। একটি ভারসাম্যপূর্ণ ছবি তোলার জন্য আপনি আপনার সাবজেক্ট বা অন্যান্য উপাদানকে এই লাইনগুলোতে বা তাদের সংযোগস্থলে রেখে ছবি তুলতে পারেন। বেশির ভাগ সেল ফোনে এই গ্রিডলাইনগুলো স্ক্রিনে এনে ব্যবহার করা যায়।
  • আপনার ছবিগুলো সম্পাদনার সময় কিছু সাবধানতা অবলম্বন করুন। এক্সপোজার, কনট্রাস্ট, রং, শার্পনেস এবং অন্যান্য দিক সম্পাদনা করলে আপনার তোলা ছবি আরও সুন্দর হয়ে উঠবে। তবে অতিরিক্ত এডিটিং আপনার ছবিগুলোকে অস্বাভাবিক বা বিকৃত করতে পারে। ছবি সম্পাদনার জন্য স্নাপসিড, লাইটরুম, পিক্স আর্ট ইত্যাদি অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি এডিটিংয়ের ওপর নির্ভরশীল না হওয়াই ভালো।
  • নিখুঁত ফোকাসের জন্য আপনি যেখানে চান, সেল ফোনের স্ক্রিনে ছবির সেই জায়গায় ট্যাপ করে ক্যামেরার ফোকাস ম্যানুয়ালি সেট করুন। এতে আপনার মূল বিষয়টি তীক্ষ্ণ ও পরিষ্কার থাকবে এবং লেন্সের অ্যাপারচার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে নেওয়া যাবে।
  • ছবির এক্সপোজার বাড়িয়ে বা কমিয়ে ছবি আরও ড্রামাটিক করে নেওয়া যায়। সেটা করার জন্য স্ক্রিনে চাপ দিয়ে একটু ধরে রাখলে এক্সপোজার স্লাইডার আসবে। সেটা বাড়িয়ে বা কমিয়ে আপনার ইচ্ছেমতো ফলাফল আনতে পারবেন।
  • রাতের ছবি বা কম আলোয় ছবি তোলার জন্য ট্রাইপড বা কোনো স্থির বস্তুর ওপর ক্যামেরা রেখে ছবি তুলতে পারেন।

ডা. নাকিব শাহ আলম, ল্যান্ডস্কেপ ও এরিয়াল ফটোগ্রাফার

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন