প্রযুক্তি ডেস্ক
প্রথম কোনো বড় ব্র্যান্ড হিসেবে তথাকথিত মেটাভার্সে প্রবেশ করছে স্পোর্টস ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। গত বৃহস্পতিবার নাইকি ইনকরপোরেশনের সদর দপ্তরের ভার্চ্যুয়াল আদল গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স করপোরেশনে প্রকাশ করা হয়েছে।
নাইকিল্যান্ড নামের এই ভার্চ্যুয়াল দুনিয়ায় গেমাররা তাঁদের অবতারকে বিনাখরচে নাইকির বিশেষ পণ্য পরিধান করাতে পারবেন। বর্তমানে এই প্ল্যাটফর্মে ‘ট্যাগ’, ‘দ্য ফ্লোর ইজ লাভা’ এবং ‘ডজ বল’ গেমে এই সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, ক্রিয়েটরেরা খেলার ইন্টারেকটিভ উপকরণ দিয়ে আরও মিনি-গেম ডিজাইন করতে পারবেন।
মেটাভার্স বর্তমানে টক অব দি ওয়ার্ল্ড। এটি এমন এক ভার্চ্যুয়াল জগৎ যেখানে মানুষ ভার্চ্যুয়াল এবং অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে তাদের অবতারকে পরিচালিত করতে পারবে। এ ছাড়া অবতারের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও কনসার্ট উপভোগ ও কেনাকাটা করা যাবে।
গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের তথ্য অনুসারে, ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে মেটাভার্সের বাজার ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলার এবং ২০২৬ সালের মধ্যেই তা ৪১ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।