Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

৪০টি দেশের বাজারে আইফোন ১৫ সিরিজ মিলবে আজ

অনলাইন ডেস্ক

৪০টি দেশের বাজারে আইফোন ১৫ সিরিজ মিলবে আজ

অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।  

অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে। 

আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। 

অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। 

এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।

আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।

প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।

আরও পড়ুন—

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন