হোম > প্রযুক্তি > গ্যাজেট

ভিভোর নতুন ফোনে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট, স্পেসিফিকেশন ও দাম 

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে ভি সিরিজের নতুন মডেল ভি৩০ লাইট ৪জি ফোন নিয়ে এল ভিভো। এতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে।

ফোনটি এর আগে রাশিয়া ও কম্বোডিয়ার বাজারে উন্মোচন করা হয়। 

ভি ৩০ লাইট ৪জি ফোনের দাম ও রং 
ভি ৩০ লাইট ৪জি ফোনটির দাম প্রায় ২২ হাজার ৫১০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি ক্রিস্টালাইন ব্ল্যাক ও সেরেন গ্রিন রঙে পাওয়া যাবে। 

ভি ৩০ লাইট ৪জি ফোনের স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা 
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৪জি এলটিই 
আয়তন: ১৬৩.১৭ × ৭৫.৮১ × ৭.৯৫ এমএম 
সিম: ডুয়েল সিম 
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ 
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ 
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি 
ব্লুটুথ: ব্লুটুথ ৫.০ 
ইউএসবি: ইউএসবি 
আইপি রেটিং: আইপি রেটিং ৫৪ 
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ফাস্ট চার্জিং: ৮০ ওয়াট

ভবিষ্যতের অদ্ভুত ৬ গ্যাজেট

২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পোকো এক্স ৭ সিরিজ, দাম ও স্পেসিফিকেশন

ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য এআই সুপারকম্পিটার তৈরি করল এনভিডিয়া

‘রোলেবল’ ডিসপ্লের ল্যাপটপ আনল লেনেভো, স্ক্রিন ছোট-বড় করা যাবে ইচ্ছেমতো

এক্সিনস নয়, গ্যালাক্সি এস ২৫ সিরিজে থাকবে স্ন্যাপড্রাগনের চিপসেট

আইফোনের নতুন ও সাশ্রয়ী মডেল আনছে অ্যাপল, কিন্তু নাম বদলাচ্ছে

গ্যালাক্সি এস ২৫ সিরিজে বিনামূল্যে জেমিনি এআই ব্যবহারের সুযোগ দেবে স্যামসাং

নতুন বছরের ৭ গ্যাজেট

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এল দেশে

২০২৫ সালের শুরুতে অ্যাপলের যে পাঁচটি নতুন পণ্য উন্মোচন হবে

সেকশন