অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে ভি সিরিজের নতুন মডেল ভি৩০ লাইট ৪জি ফোন নিয়ে এল ভিভো। এতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে।
ফোনটি এর আগে রাশিয়া ও কম্বোডিয়ার বাজারে উন্মোচন করা হয়।
ভি ৩০ লাইট ৪জি ফোনের দাম ও রং
ভি ৩০ লাইট ৪জি ফোনটির দাম প্রায় ২২ হাজার ৫১০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি ক্রিস্টালাইন ব্ল্যাক ও সেরেন গ্রিন রঙে পাওয়া যাবে।
ভি ৩০ লাইট ৪জি ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
আয়তন: ১৬৩.১৭ × ৭৫.৮১ × ৭.৯৫ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
ব্লুটুথ: ব্লুটুথ ৫.০
ইউএসবি: ইউএসবি
আইপি রেটিং: আইপি রেটিং ৫৪
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ফাস্ট চার্জিং: ৮০ ওয়াট