প্রযুক্তি প্রতিবেদক
দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর সিনেম্যাটিক ফোন ভিভো এক্স৬০প্রো। ফোনটিকে সিনেম্যাটিক বলার কারণ হচ্ছে, জার্মানভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলোতেও কার্ল জেইসের লেন্স ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে। ফোনটির পিছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে।
গত বুধবার দেশের বাজারে উন্মুক্ত করা হয় এই স্মার্টফোনটি। এটি বাংলাদেশে ভিভোর প্রথম এক্স সিরিজের ফোন। পাশাপাশি ভিভোর প্রথম ৫জি স্মার্টফোনও এটি।
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘ভিভোর গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪ শতাংশ ছবিই নষ্ট হয়ে যায় শুধু স্মার্টফোন কেঁপে যাওয়ার কারণে। তবে স্মার্টফোনটি এ সমস্যার সমাধান করবে। এমনকি ফোনটি দিয়ে পেশাদার ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিও করা যাবে। এই স্মার্টফোনে জেইসের সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে আর কোনো স্মার্টফোনে নেই।
ভিভোর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৭ ন্যানোমিটারের চিপসেটসহ অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ-রেসপন্স রেট ২৪০ হার্টজ।
ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে এতে কোনো দাগ পড়বে না। এ ফোনটি পাওয়া যাবে নীল ও কালো রঙের। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।