Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

এখনকার সেরা ভিআর গ্যাজেট

ফিচার ডেস্ক 

এখনকার সেরা ভিআর গ্যাজেট

ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।

অ্যাপল ভিশন প্রো

অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।

meta-quest-3s-general

মেটা কোয়েস্ট ৩

মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র‍্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।

playstation-vr-2-general

সনি প্লেস্টেশন ভিআর ২

প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।

এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২

এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।

পিকো ৪

পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।

এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।

সূত্র: ডিউসেন্স

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

বাজারে এল অপো এ৫ প্রোর নতুন ভ্যারিয়েন্ট

বাজারে আসছে আইপি ৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি সি ৭৫ এক্স

ইনফিনিক্স নোট ৫০ সিরিজ এখন বাংলাদেশে, এআই প্রযুক্তির ফোনটি কেনা যাবে কিস্তিতেও

নববর্ষ উদ্‌যাপনে সঙ্গী হোক ‘অপো রেনো ১৩ ৫জি’

বাজারে এল রিয়েলমির নারজো ৮০ এক্স ও নারজো ৮০ প্রো, দাম ও স্পেসিফিকেশন

এআই ফিচার নিয়ে মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

ভিভোর এক্স ২০০ আলট্রা মডেল সম্পর্কে যা জানা গেল

গুগল পিক্সেল ১০-এ বাড়ছে ক্যামেরার সংখ্যা

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার