Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

বেশিক্ষণ চার্জ থাকে যে ট্যাবলেট ডিভাইসগুলোতে

প্রযুক্তি ডেস্ক

বেশিক্ষণ চার্জ থাকে যে ট্যাবলেট ডিভাইসগুলোতে

ঢাকা: স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ডিভাইসগুলো গ্রাহকেদের কাছে বেশ জনপ্রিয়। শিশু কিশোররা গেম খেলা আর কার্টুন দেখার জন্য এই ট্যাব ব্যবহার করে থাকে। আবার অনেকে এতে অফিশিয়াল কাজ করে থাকে। বেশিক্ষণ চার্জ থাকলে ট্যাব ব্যবহারে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। ট্যাবের চার্জ কতক্ষণ থাকবে তা নির্ভর করে ট্যাবের ব্যাটারির ক্ষমতার ওপর। ব্যাটারির এমএএইচের মান যত বেশি তার চার্জ তত বেশিক্ষণ থাকবে।

বেশিক্ষণ চার্জ থাকে এমন কিছু ট্যাবলেট

  • অ্যাপল আইপ্যাড ১০.২ এ আছে ৮৮২৭ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৩৬৭৯২ টাকা। এতে আছে ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল স্টান্ডার্ড ক্যামেরা; ডিসপ্লে ১০.২ ইঞ্চি।
  • লেনোভো প্যাড প্রো তে আছে ৮৬০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৩২৭৬০ টাকা; ডিসপ্লে ১১.৫ ইঞ্চি।
  • গ্যালাক্সি ট্যাব এ ১০.৫ তে আছে ৭৩০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ট্যাবটির দাম ৩২৫৫০ টাকা। এতে আছে ৩ জিবি রম, ৩২ জিবি র‍্যাম; ডিসপ্লে ১০.৫ ইঞ্চি।
  •  গ্যালাক্সি ট্যাব এস ৪ ১০.৫ এ আছে ৭৩০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৬৯০০০ টাকা। এটিতে আছে ৪ জিবি রম; ৬৪ ও ২৫৬ জিবি র‍্যাম। এর ডিসপ্লে ১০.৫ ইঞ্চি।
  • হুয়াওয়ে মিডিয়াপ্যাড এম ৫ ১০ এ আছে ৭৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। দাম ৩৭৫০০ টাকা। এতে আছে ৪ জিবি রম; ৩২,৬৪ ও ১২৮ জিবি র‍্যাম। ডিসপ্লে ১০.৮ ইঞ্চি।
  •  হুয়াওয়ে মিডিয়াপ্যাড এম ৫ লাইটে আছে ৭৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ২৯৯৯০ টাকা। এর রম ৩,৪ জিবি; র‍্যাম ৩২,৬৪ জিবি। ডিসপ্লে ১০.১ ইঞ্চি।
  • শাওমি এমআই প্যাড ৪ প্লাসে আছে ৮৬২০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ২৮৭০০ টাকা দামের এ প্যাডে আছে ৪ জিবি রম, ১২৮ জিবি র‍্যাম। ডিসপ্লে ১০.১ ইঞ্চি।
  •  শাওমি রেডমি প্যাড ৫জি তে আছে ৭২৫০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৪০,০০০ টাকা। আছে ৪,৬ জিবি রম; ৬৪,১২৮ জিবি র‍্যাম এবং ১০.৪ ইঞ্চি ডিসপ্লে।
  •  টিসিএল এনএক্সটি পেপারে আছে ৮০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ২৪,০০০ টাকা দামের এ ফোনে রম ৩ জিবি, র‍্যাম ৩২ জিবি এবং ডিসপ্লে ১০.১ ইঞ্চি।
  •  টিসিএল ট্যাব ১০ এসে আছে ৮০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ১৯,০০০ টাকা। আছে ৪,৬ জিবি রম; ৬৪,১২৮ জিবি র‍্যাম এবং ১০.১ ইঞ্চি ডিসপ্লে।
  • টিসিএল ১০ ট্যাব ম্যাক্সে আছে ৮০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ট্যাবটির দাম ২৬,০০০ টাকা। এতে আছে ৩ জিবি রম, ৩২ জিবি র‍্যাম এবং ১০.৪ ইঞ্চি ডিসপ্লে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন