ঢাকা: স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ডিভাইসগুলো গ্রাহকেদের কাছে বেশ জনপ্রিয়। শিশু কিশোররা গেম খেলা আর কার্টুন দেখার জন্য এই ট্যাব ব্যবহার করে থাকে। আবার অনেকে এতে অফিশিয়াল কাজ করে থাকে। বেশিক্ষণ চার্জ থাকলে ট্যাব ব্যবহারে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। ট্যাবের চার্জ কতক্ষণ থাকবে তা নির্ভর করে ট্যাবের ব্যাটারির ক্ষমতার ওপর। ব্যাটারির এমএএইচের মান যত বেশি তার চার্জ তত বেশিক্ষণ থাকবে।
বেশিক্ষণ চার্জ থাকে এমন কিছু ট্যাবলেট