প্রযুক্তি ডেস্ক
বিএমডব্লিউ সি ৪০০ জিটি মাঝারি আকারের 'ম্যাক্সি' স্কুটার চালু করেছে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টস নয়; আস্ত বাইক হিসেবেই সি ৪০০ জিটি ভারতে আমদানি করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়ার সকল ডিলারে বুকিং করা যাচ্ছে।
মাঝারি আকারের প্রিমিয়াম স্কুটারটি অত্যন্ত আরামদায়ক। ডিজাইন করা হয়েছে উচ্চ গতি এবং দীর্ঘ ভ্রমণের উপযোগী করে। দামের ক্ষেত্রে আলপাইন সাদা রঙের জন্য গুনতে হবে ৯ দশমিক ৯৫ লাখ এবং ট্রিপল কালো রঙের জন্য ১০ দশমিক ১৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ২৭ হাজার এবং ১১ লাখ ৫০ হাজার টাকা।
বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়াহ বলেন, 'বিএমডব্লিউ সি ৪০০ জিটির যাত্রা ভারতের শহুরেদের গতিশীল জীবনে এক নতুন যুগের সূচনা করবে। এই গতিশীল মাঝারি সাইজের স্কুটারটি শহর এবং দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। শহরে চলাফেরা, অফিসে ভ্রমণ বা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণের ক্ষেত্রেও এটি চমৎকার সঙ্গী হবে। স্কুটারটিতে একজন যাত্রীও বহন করা যাবে।
স্কুটারটির সামনের দিকটি বিমানের মতো ও দুটি এলইডি হেডলাইটের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সামনে একটি উঁচু উইন্ডশিল্ড থাকায় দীর্ঘ পথ যাত্রা করলেও বাতাস থেকে সুরক্ষা পাওয়া যাবে। মোড় ঘোড়ার ইন্ডিকেটরগুলোও চমৎকার। এর ৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে বিএমডব্লিউ মোটররাড কানেকটিভিটি অ্যাপ সহ নানা সংযোগ দেওয়া যাবে। বাড়তি কিছু টাকা খরচ করলে আরও গ্রাহকেরা আরও কিছু পরিষেবা যুক্ত করতে পারবেন।