অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে হাজার হাজার ভিডিওর মধ্যে ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ এবং তাদের মনোযোগ ধরে রাখা বেশ কঠিন। তবে অ্যাপটির বুমেরাং ফিচারের মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করে খুব সহজেই ফলোয়ারদের মনোযোগ আকর্ষণ করা যায়। কোনো দামি টুল বা জটিল এডিটিং ছাড়াই ইনস্টাগ্রাম ব্যবহার করে বুমেরাং তৈরি করা যায়। এতে ক্রিয়েটের নিজের সৃজনশীলতা তুলে ধরতে পারেন।
বুমেরাং ভিডিও কি
বুমেরাং ভিডিও হলো এমন একটি ভিডিও, যা এক সেকেন্ডের একটি মুহূর্তকে সামনে এবং পেছনে লুপ করে দেখায়। এটি তৈরি করতে ক্যামেরা দ্রুতগতির কোনো অঙ্গভঙ্গি বা ক্রিয়া ধারণ করে। আর সেই ভিডিওকে সামনে ও পেছনে পুনরাবৃত্তি করে। এই বিশেষ ধরনের ভিডিও সাধারণত আকর্ষণীয় ও মজাদার হয়, কারণ এটি একটি সাধারণ মুহূর্তকে বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, এই ফিচারের মাধ্যমে একটি বল হাত থেকে ফেল দেওয়ার ভিডিও ধারণ করলে এটি এমনভাবে ভিডিও তৈরি করবে, মনে হবে যে বলটি হাত থেকে পড়ে আবার হাতে ফিরে আসছে। আর ভিডিওটি এভাবে চলতে থাকবে। এভাবে একটি ঘটনার লুপ ভিডিওতে দেখা যাবে।
ইনস্টাগ্রামে বুমেরাং ফিচার মূলত ২০১৫ সালের অক্টোবর মাসে প্ল্যাটফরমটির নিজস্ব বুমেরাং অ্যাপ হিসেবে চালু হয়েছিল। এই অ্যাপ শুধু বুমেরাং ভিডিও তৈরি করতে ব্যবহৃত হতো।
পরবর্তীতে আলাদা বুমেরাং অ্যাপটি বন্ধ করে দেয় ইনস্টাগ্রাম এবং ফিচারটিকে তাদের ইনস্টাগ্রাম স্টোরির অন্তর্ভুক্ত করে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ফিচারটি ইনস্টাগ্রাম অ্যাপেই পাওয়া যায়।
ইনস্টাগ্রামে বুমেরাং তৈরি করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। এরপর নিচের দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করে স্টোরি অপশন নির্বাচন করুন।
২. এখন বাঁ পাশের দিকে ইনফিনিটি আইকোন (∞) ট্যাপ করুন।
: যদি আপনি একটি বিদ্যমান ভিডিওকে বুমেরাং ক্লিপে রূপান্তর করতে চান, তাহলে আপনার ফোনের গ্যালারিতে প্রবেশ করতে ওপরের দিকে সোয়াইপ করুন। যে ভিডিওর বুমেরাং বানাতে চান, তাতে ট্যাপ করুন। বুমেরাং ফিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লাইভ ছবিগুলো ওপরের ডান কোণে একটি ইনফিনিটি আইকন প্রদর্শিত হবে।
৩. আর ইনস্টাগ্রামের মাধ্যমে নতুন ভিডিও ধারণ করে বুমেরাং তৈরি করতে চাইলে ভিডিও রেকর্ড বাটনে ট্যাপ করুন। ক্যামেরা স্থির রেখে কোনো বস্তু দ্রুত সরাতে পারেন বা কোনো অঙ্গভঙ্গি রেকর্ড করতে পারেন।
৪. এরপর ওপরের দিকে থাকা বুমেরাং আইকোনে ট্যাপ করুন। এখানে ভিডিও এডিটের জন্য ট্রিমিং, ক্লাসিক মোড, স্লো-মো মোড, ইকো মোড, ডুয়ো মোড মতো বিভিন্ন টুল পাবেন। এরপর স্ক্রিনের ওপরের ডান কোনায় থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৫. এ ছাড়া ওপরের দিকে অনেকগুলো অপশন রয়েছে। এগুলোর মাধ্যমে বুমেরাং ভিডিওর ওপরে স্টিকার, টেক্সট দিতে পারবেন। সেই সঙ্গে ফিল্টারও ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ভিডিওটিকে মজার ও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
৬. এডিট শেষ হলে নিচের দিকে থাকা সাদা রঙের তির চিহ্নে ট্যাপ করে ভিডিওটি শেয়ার করুন বা প্রোফাইলে পোস্ট করুন।