মাত্র ১২ মিনিটে ফুল চার্জ হওয়ার সুবিধা নিয়ে বাজারে নতুন ফোন এনেছে হংকং ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স।
প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের সূত্রে জানা যায়, ‘ইনফিনিক্স জিরো আলট্রা’ ফোনটি ১৮০ ওয়াটের চার্জার সমর্থন করবে। ফোনটির ব্যাটারি ক্ষমতা ৪ হাজার ৫০০ এমএএইচ। গত ২৫ অক্টোবর অফিশিয়ালি ফোনটি বাজারে ছাড়া হয়।
ইনফিনিক্স চলতি বছরের শুরুতে ১৮০ ওয়াটের ‘থান্ডার চার্জ’ সিস্টেমের কথা জানায়। সঙ্গে এটিও জানায় যে, ইনফিনিক্সের আসন্ন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই সুবিধা থাকবে। বলা হয়, ফোনটির প্রথম ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪ মিনিটে!
১৮০ ওয়াটে চার্জ করার জন্য স্মার্টফোনটিতে থাকবে দুটি ৮সি প্রযুক্তির ব্যাটারি। প্রত্যেকটি ব্যাটারি ৯০ ওয়াট ক্ষমতায় চার্জ হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনফিনিক্স ফোনটিতে উন্নতমানের ব্যাটারি ব্যবহারের পাশাপাশি ব্যাটারিগুলোতে ব্যবহার করা হয়েছে কয়েকটি সুরক্ষা স্তর।
১৮০ ওয়াট ক্ষমতায় চার্জিং সুবিধার পাশাপাশি ইনফিনিক্স জিরো আলট্রা ফোনটিতে আছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে ২০০,১৩ ও ২ মেগাপিক্সেলের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা সেন্সর ৩২ মেগাপিক্সেল।