Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

এবার পিক্সেল ৮ স্মার্টফোনও অতিরিক্ত গরম হচ্ছে

অনলাইন ডেস্ক

এবার পিক্সেল ৮ স্মার্টফোনও অতিরিক্ত গরম হচ্ছে

নতুন পিক্সেল ৮ স্মার্টফোন গত ১২ অক্টোবর বাজারে ছাড়ে গুগল। কয়েক সপ্তাহ না যেতেই ক্রেতারা ফোনটি নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে। অতিরিক্ত গরম হওয়ার সঙ্গে ফোনটির নেটওয়ার্ক ও ব্যাটারি লাইফেও সমস্যা দেখা দিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 
 
দ্রুত ও অতিরিক্ত গরম হওয়ার সমস্যা 
এক্সডিএ ফোরামে ক্রেতারা বলেন, চার্জিং, ভিডিও দেখা ও সাধারণ ওয়েব ব্রাউজিংয়ের মতো সাধারণ কাজের সময় পিক্সেল ৮ ফোনটি গরম হয়। ফোনটি এতটাই গরম হচ্ছে যে, হাতে ধরে রাখা যাচ্ছে না। এত গরম হওয়ার কারণ স্পষ্ট নয়। 

কিছু গ্রাহক বলছেন, আগের পিক্সেল ৭ মডেলের তুলনায় এই ফোন কিছুটা ঠান্ডা থাকে। কয়েক বছর ধরে আগের মডেলগুলোর ক্ষেত্রেও অতিরিক্ত গরম হওয়ার অভিযোগ তোলা হয়। 

ব্যাটারি লাইফ 
গ্রাহকের কাছে স্মার্টফোনের ব্যাটারি লাইফ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পিক্সেল ৮ ফোনে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

গুগলের অফিশিয়াল সাপোর্ট ফোরামে এক ক্রেতা বলেন, মাত্র ৩ ঘণ্টা চালানোর পর পিক্সেল ফোনের ২০ শতাংশ ব্যাটারি লাইফ থাকছে। ব্যাটারি সমস্যা ও অতিরিক্ত গরম হওয়ার তথ্য অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনেও তুলে ধরা হয়।

কতজন গ্রাহক এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তার প্রকৃত সংখ্যা জানা যায়নি। বাজে সেলুলার নেটওয়ার্কের জন্য ফোনটিতে এই সমস্যা হচ্ছে বলে অনেকের ধারণা। 

সেলুলার নেটওয়ার্কের সমস্যা 
পিক্সেল ৮ এর ক্রেতারা ডিভাইসে সেলুলার নেটওয়ার্কের সমস্যারও সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ৫জি সার্ভিসে খারাপ সংযোগ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে নেটওয়ার্কের কোনো সংযোগই পাচ্ছে না ফোনটি। তবে ওয়াইফাইয়ের আওতায় থাকলে নেটওয়ার্কের এই ধরনের সমস্যা থাকছে না। 
 
অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন বলছে, কল ড্রপ ও ধীর গতির ওয়েব ব্রাউজিংয়ের মত নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা আগের মডেলগুলোতেও দেখা দেয়। 

ক্রেতারা বলছে, ৫জি-র পরিবর্তে ওয়াইফাই সার্ভিস ব্যবহার করলে ডিভাইসের চার্জ দ্রুত শেষ হচ্ছে না। 

সফটওয়্যারের ত্রুটি এসব সমস্যার জন্য দায়ী বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ আপডেটের ফলে পিক্সেলের আগের মডেলগুলোতেও সমস্যা দেখা দেয়।  তবে এসব সমস্যা সমাধানে গুগল নতুন আপডেট নিয়ে আসতে পারে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন