Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

বাজারে এল রিয়েলমির নারজো ৮০ এক্স ও নারজো ৮০ প্রো, দাম ও স্পেসিফিকেশন

অনলাইন ডেস্ক

বাজারে এল রিয়েলমির নারজো ৮০ এক্স ও নারজো ৮০ প্রো, দাম ও স্পেসিফিকেশন
দ্রুত সময়ে চার্জ হবে ফোন দুটি ছবি: স্মার্টপ্রিক্স

ভারতের বাজারে নারজো সিরিজের দুই স্মার্টফোন উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি। নারজো ৮০ এক্স ও নারজো ৮০ প্রো ফোন দুটিতে রয়েছে ৬০০০ এমএইচের ব্যাটারি ও সুপারভক প্রযুক্তির সমর্থন। তাই দ্রুত সময়ে চার্জ হবে ফোন দুটি। সেই সঙ্গে একবার চার্জে ফোনগুলো দীর্ঘক্ষণ চালানো যাবে।

রিয়েলমি নারজো ৮০ প্রো গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ৬,০৫০ এমএম ২ ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ফলে গেম খেলার সময় ফোনটি বেশি গরম হবে না।

দাম ও রং

নারজো ৮০ এক্সের ৬ র‍্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১৭ হাজার ১৩ টাকা।

নারজো ৮০ এক্সের ৮ র‍্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১৮ হাজার ৪৩১ টাকা।

নারজো ৮০ প্রোর ৮ র‍্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৫ হাজার ৫২১ টাকা।

নারজো ৮০ প্রোর ৮ র‍্যাম ও ২৫৬ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৭ হাজার ৫২১ টাকা।

নারজো ৮০ প্রোর ১২ র‍্যাম ও ২৫৬ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৩৩ হাজার ৩২০ টাকা।

নারজো ৮০ এক্স ফোনটি দুটি রঙে পাওয়া যাবে—ডিপ ওশান (গাড় নীল) ও সানলাইট গোল্ড (হালকা সোনালি)

নারজো ৮০ প্রো ফোনটি দুটি রঙে পাওয়া যাবে—স্পিড সিলভার (রুপালি) ও রেসিং গ্রিন (সবুজ)

নারজো ৮০ এক্সের স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল

সেলফি ক্যামেরা: ২ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ৫জি + ৫জি ডুয়েল মোড

আয়তন: ১৬৫.৭ মিমি × ৭৬.২২ মিমি × ৭.৯৪ মিমি

ওজন: ১৯৭ গ্রাম

সিম: ২ ন্যানো সিম স্লট (১ সিম + ১ সিম অথবা ১ এসএসডি)

ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি

রিফ্রেশ রেট: ১২০ হার্টজ

টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ

গঠন: ৮০ শতাংশ স্টেলথ গ্রেড পলিকার্বনেট

সাইজ: ৬.৭২ ইঞ্চি

রেজল্যুশন: ২৪০০ × ১০৮০ (এফএইচডি+)

ব্রাইটনেস: ৯৫০ নিটস

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০

চিপসেট: ডাইমেনসিটি ৬৪০০ ৫জি

সিপিইউ: ৬ ন্যানো মিটার প্রসেস, অক্টা-কোর, ২. ৫ গিগাহার্জ

জিপিইউ: আর্ম জি৫৭ এমসি ২

র‍্যাম: ৬/৮ জিবি

ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি

স্পিকার: সুপার লিনিয়ার স্পিকার

ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩

এনএফসি: নেই

ইউএসবি: টাইপ–সি পোর্ট

ফিচার: ডুয়েল মাইক্রোফোন নয়েজ ক্যানসেলেশন, হাই রেস অডিও সার্টিফিকেশন

ব্যাটারি: ৬০০০ এমএএইচ

চার্জিং: ৪৫ ওয়াট সুপারভোক চার্জ

নারজো ৮০ প্রোর স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: সনি আইএমএক্স ৮৮২ ওআইএসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ৫জি + ৫জি ডুয়েল মোড

আয়তন: ১৬২.৭৫ × ৭৪.৯২ × ৭.৫৫ (মিমি)

ওজন: প্রায় ১৭৯ গ্রাম

সিম: ২ ন্যানো সিম কার্ড স্লট

ডিসপ্লে: ১৭.২০ সেমি ওএলইডি

রিফ্রেশ রেট: ১২০ হার্টজ

টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ

গঠন: ১ পাঞ্চ হোল ডিজাইন

সাইজ: ১৭.২০ সেমি

রেজল্যুশন: ২৩৯২ × ১০৮০ (এফএইচডি প্লাস)

ব্রাইটনেস: টিপিক্যাল—৬০০ নিটস, পিক—৪৫০০ নিটস

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমিইউ ৬.০

চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০

সিপিইউ: ৪ এনএম প্রসেস, অক্টা-কোর, ২. ৬ গিগাহার্টজ পর্যন্ত

জিপিইউ: মালি–জি ৬১৫

র‍্যাম: ৮ জিবি/ ১২ জিবি

ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি

স্পিকার: ডুয়েল স্পিকার

ব্লুটুথ: ৫.৪

এনএফসি: নেই

ইউএসবি: টাইপ-সি পোর্ট

ফিচার: ডুয়েল-ভিউ ভিডিও, প্রো মোড, নাইট মোড, স্লো মোশন, ৪কে ভিডিও রেকর্ডিং, সুপারভোক চার্জিং

ব্যাটারি: ৬০০০ এমএইচ

চার্জিং: ৮০ ওয়াট সুপারভোক চার্জ

রং: স্পিড সিলভার, রেসিং গ্রিন

তথ্যসূত্র: রিয়েলমি ও ৩৬০ গ্যাজেটস

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

বাজারে এল অপো এ৫ প্রোর নতুন ভ্যারিয়েন্ট

বাজারে আসছে আইপি ৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি সি ৭৫ এক্স

ইনফিনিক্স নোট ৫০ সিরিজ এখন বাংলাদেশে, এআই প্রযুক্তির ফোনটি কেনা যাবে কিস্তিতেও

নববর্ষ উদ্‌যাপনে সঙ্গী হোক ‘অপো রেনো ১৩ ৫জি’

এআই ফিচার নিয়ে মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

ভিভোর এক্স ২০০ আলট্রা মডেল সম্পর্কে যা জানা গেল

গুগল পিক্সেল ১০-এ বাড়ছে ক্যামেরার সংখ্যা

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে