ঢাকা: বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া আমরা এক মূহুর্ত কল্পনা করতে পারি না। সাধ্যের মধ্যে আমরা সবসময়য় ভালো স্মার্টফোন চাই। সময়ের সাথে সাথে স্মার্টফোনগুলোতে নানারকম সুবিধাযুক্ত হয়েছে। নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে নানা সুবিধাযুক্ত স্মার্টফোন। মাত্র পনের হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই ফোনগুলো। পনের হাজার টাকার মধ্যে যে ফোনগুলো পাওয়া যাবে-
সাশ্রয়ী দামে সেরা কনফিগারেশনের স্মার্টফোন দিয়ে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করতে চায় ওয়ালটন। ওয়ালটনের এরকম একটি ফোন হচ্ছে ‘প্রিমো এনফাইভ। ‘প্রিমো এনফাইভ’ মডেলের এই ফোনে ব্যবহৃত হয়েছে বিশাল ডিসপ্লে, শক্তিশালী র্যাম-রম ও ব্যাটারি, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।
ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি অনেক বেশি। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির ১২ ন্যানোমিটারের হেলিও জি২৫ এসওসি অক্টাকোর প্রসেসর। যাতে রয়েছে হাইপারইঞ্জিন প্রযুক্তি। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং পাওয়ার ভিআর জিই ৮৩২০ গ্রাফিক্স থাকায় বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৬৪ জিবি। ‘প্রিমো এনফাইভ’ মডেলের ফোনটির দাম ১২ হাজার ৪৯৯ টাকা।
এই রেঞ্জে ওয়ালটনের আরেকটি সেট হচ্ছে ‘প্রিমো আরএইট’। ‘প্রিমো আরএইট’ মডেলের ফোনটি ওশেন গ্রিন, গ্রাডিয়েন্ট পার্পল এবং ম্যাজিক ব্লু-এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। এর দাম মাত্র ১০ হাজার ৬৯৯ টাকা।
ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ২.৩ গিগাহার্জ গতির ১২ ন্যানোমিটারের হেলিও জি৩৫ এসওসি অক্টাকোর প্রসেসর। যাতে রয়েছে হাইপারইঞ্জিন প্রযুক্তি। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং পাওয়ার ভিআর জিই ৮৩২০ গ্রাফিক্স থাকায় এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৬৪ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সিম্ফনির জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড ৩৫। চার্মিং গ্রীন, ফ্যানটাস্টিক ব্লু, মর্ডান ব্লু এবং সুপার গ্রীন এই চার কালারে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় বান্ডেল অফারসহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটি। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যানড্রয়েড ১১.০। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩ জিবি ডিডিআর ফোর র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৯.৪ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৬০০০ এমএএইচের লিথিয়াম পলিমার বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে তিনদিন ব্যবহার করা যাবে স্মার্টফোনটি। এছাড়াও সেটটিতে আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে এই বিশাল এমপিআর ব্যাটারি ৫০% চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘন্টা।
পনেরো হাজার টাকার মধ্যে বাজারে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর স্পার্ক সিরিজের বেশকিছু ফোন পাওয়া যাচ্ছে। টেকনো স্পার্ক সেভেন প্রো-তে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট ইন। স্পার্ক সেভেন প্রো ফোনের পিছনে রয়েছে ৩টি ক্যামেরা যার মূল সেন্সর ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া ফোনটির ক্যামেরায় রয়েছে ডেপথ সেন্সর এবং এআই লেন্স। ফোনটির সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৮০ গেমিং প্রসেসর।
এছাড়া স্মার্টফোনটিতে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার সাথে থাকছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। টেকনো স্পার্ক সেভেন প্রো ফোনটি ম্যাগনেট ব্ল্যাক, আল্পস ব্লু এবং স্প্রুচ গ্রিন রঙে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। ফোনটির মূল্য ৪ জিবি/ ৬৪ জিবি ১৩,৪৯০ টাকা এবং ৬ জিবি/ ৬৪ জিবি ১৪ হাজার ৯৯০ টাকা।
পনেরো হাজার টাকার মধ্যে গ্রাহকদের জন্য দারুণ স্মার্টফোন এনেছে রিয়েলমি। এরকম একটি স্মার্টফোন হচ্ছে রিয়েলমি সি২৫।
রিয়েলমি সি২৫ এর দুটি ভ্যারিয়েন্ট-৪ + ৬৪ জিবি ও ৪ + ১২৮ জিবির দাম যথাক্রমে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা ও মাত্র ১৪ হাজার ৯৯০ টাকা।
রিয়েলমির গেমিং পাওয়ার হাউস হিসেবে পরিচিত স্মার্টফোন হচ্ছে রিয়েলমি নারজো ৩০ এ। সেটটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
নারজো ৩০ এ-তে রয়েছে ২.০ গিগাহার্টজ বিশিষ্ট অক্টা-কোর, এআরএম মালি-জি ৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর।
রিয়েলমি নারজো ৩০ এ-তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার।
বাজারে সাশ্রয়ী দামে সেরা কনফিগারেশনের স্মার্টফোন নিয়ে উপস্থিত রয়েছে আইটেল। তাদের স্মার্টফোনগুলো হলো ভিশন ২ সিরিজ, ভিশন ১ প্রো সিরিজ, আইটেল এ৩৬, আইটেল এ৪৮।
ভিশন ২ স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চির এইচডি + ডট নচ ফুলস্ক্রিন ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরা + ৮ এমপি এআই সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে ৪০০০ এমএএইচ বিশাল ব্যাটারি রয়েছে। ফোনটি ২ জিবি র্যাম + ৩২ জিবি রম/ ৩ জিবি র্যাম + ৬৪ জিবি রম এ দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ভিশন ২ সিরিজের ২ / ৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির দাম ৮,৪৯০ টাকা এবং ৩ / ৬৪ জিবি সংস্করণ স্মার্টফোনটির দাম ৯ হাজার ৪৯০ টাকা।
আইটেল ভিশন ১ প্রো-তে ৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা + ৫ এমপি সেলফি ক্যামেরা আছে। নিরাপত্তা নিশ্চিতে এতে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর + ফেস আনলক সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েডটিএম ১০ (গো সংস্করণ) চালিত ১.৪ গিগাহার্জের কোয়াড-কোর প্রসেসর ফোনটিতে ৪ জি চালানো যাবে। ভিশন ১ প্রো ২ / ৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির দাম ৭,২৯০ টাকা এবং ৩ / ৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির দাম ৮ হাজার ৬৯০ টাকা।
আইটেল এ৩৬ ফোনটিতে ৩০২০ এমএএইচ ব্যাটারি আছে যা অন্যান্য এন্ট্রি-লেবেলের স্মার্টফোনে নেই বললেই চলে। আইটেল এ৩৬ ফোনটিতে ৫.৫ এইচডি + ডিসপ্লে আছে। স্মার্টফোনটিতে ৫ এমপি রিয়ার ক্যামেরা + ৫ এমপি সেলফি ক্যামেরা সুবিধা যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটির দাম ৫ হাজার ২৯০ টাকা।
আইটেল এ৪৮ ফোনটির আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে ফুলস্ক্রিন এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা + ৫ এমপি সেলফি ক্যামেরা। এছাড়া ২ জিবি র্যাম + ৩২ জিবি রম স্মার্টফোনটিতে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটির দাম ৬ হাজার ৯৯০ টাকা।
ভিভো ওয়াই ২০ ও ওয়াই ১২ এস স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে ১৩,৯৯০ টাকা এবং ১১ হাজার ৯৯০ টাকায়। ভিভো ওয়াই ২০ ও ওয়াই ১২ এস-এ ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ভিভো ওয়াই ২০ ’তে রয়েছে ৪ গিগাবাইট (জিবি) র্যাম এবং ৬৪ জিবি’র রম। স্মার্টফোনটির সামনে ৮ এমপির একটি ও পেছনে ১৩.২ ও ২ এমপির তিনটি রিয়ার ক্যামেরা আছে।
অন্যদিকে ভিভো ওয়াই ১২ এস’এ রয়েছে ৩ জিবি’র র্যাম ও ৩২ জিবি’র রম। এই স্মার্টফোনে ৮ এমপির ফ্রন্ট ক্যামেরার সাথে দু’টি রিয়ার ক্যামেরা আছে।
ইনফিনিক্স ব্র্যান্ডের দারুণ একটি স্মার্টফোন হচ্ছে ইনফিনিক্স হট ১০। বিশাল ব্যাটারি এবং ডিসপ্লের ইনফিনিক্স হট ১০ প্লে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।
পিকাবু, স্টারলিংক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারসহ সারাদেশে পাওয়া যাচ্ছে সেটটি। ইনফিনিক্স হট ১০ প্লে স্মার্টফোনটি এজিয়ান ব্লু, মোরান্ডি গ্রিন, ওবসিডিয়ান ব্ল্যাক এবং ৭ ডিগ্রী পার্পল-এ চারটি রঙে গ্লাসের টেক্সচারযুক্ত ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।
দেশের বাজারে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর এ ৩৩ মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। বাজেট-ফ্রেন্ডলি এ ফোনটিতে ৯০ হার্জের পাঞ্চ-হোল ডিসপ্লে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫, ০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আছে এআই ট্রিপল ক্যামেরা। ফোনটির মূল্য মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা।
পছন্দের ভিডিও কন্টেন্ট দেখা ও চমৎকার গেমিং অভিজ্ঞতার জন্যে অপো এ৩৩-তে আছে ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে। উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্জ গতির ও ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পনেরো হাজার টাকার মধ্যে স্যামসাং এর দারুণ একটি স্মার্টফোন হচ্ছে স্যামসাং এ ১২। ফোনটির দাম ১৪ হাজার ৯৯৯। ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এছাড়া ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা।