আমাদের প্রতিদিনের জীবনে কম্পিউটার বেশ গুরুত্বপূর্ণ বিষয়; বিশেষ করে যাঁরা চাকরি করেন, এ যন্ত্রটি ছাড়া তাঁদের একমুহূর্ত চলে না। এখানেই লেখালেখি, এখানেই হিসাব, এখানেই বিনোদন। ফলে দীর্ঘ সময় আমাদের কম্পিউটার ব্যবহার করতেই হয়। আমাদের দেশ মূলত ধুলোবালির দেশ। তাই কম্পিউটারের কিবোর্ডে প্রচুর ধুলোবালি জমা হয়। এটি যেমন অপরিচ্ছন্নতা সৃষ্টি করে, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। খুব সহজে কিবোর্ড পরিষ্কার করার কিছু কৌশল রয়েছে।