Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

কম দামে ৬৪ মেগাপিক্সেলের আকর্ষণীয় ক্যামেরাসহ পিক্সেল ৮এ ফোন নিয়ে এল গুগল 

অনলাইন ডেস্ক

কম দামে ৬৪ মেগাপিক্সেলের আকর্ষণীয় ক্যামেরাসহ পিক্সেল ৮এ ফোন নিয়ে এল গুগল 

পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে। 

ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে। 

৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে। 

পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার। 

অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে। 

স্পেসিফিকেশন: 
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি 
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম 
সিম: ন্যানো ও ইসিম 
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০ 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
ব্রাইটনেস: ২০০০ নিটস 
আইপি রেটিং: আইপি ৬৭ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই 
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি 
স্পিকার: স্টেরিও স্পিকার 
ব্লুটুথ: ৫ দশমিক ৩ 
এনএফসি: আছে 
ইউএসবি: সি 
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন