পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে।
ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে।
৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে।
পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার।
অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন:
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম
সিম: ন্যানো ও ইসিম
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ২০০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৭
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি