ভারতের বাজারে চলে এসেছে পোকো এক্স ৭ সিরিজ। এই সিরিজে পোকো এক্স ৭ (৫জি) এবং পোকো এক্স ৭ প্রো (৫জি) নামের দুটি মডেল অন্তর্ভুক্ত। বেস মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, প্রো মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলট্রা চিপসেট রয়েছে। দুই মডেলেরই প্রধান ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
শাওমি জানিয়েছে, তিন বছরের অপারেটিং সিস্টেম ও চার বছর পর্যন্ত নিরাপত্তার আপডেট পাবে মডেল দুটি। এ ছাড়া পোকো এক্স ৭ প্রো মডেলে ৯০ ওয়াট হাইপারচার্জের সমর্থন থাকায় ফোনটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৪৭ মিনিট সময় নেবে।
ফোনের সঙ্গে এআইভিত্তিক বিভিন্ন ছবি এডিটিং ফিচার যুক্ত রয়েছে। এ ছাড়া নোট লেখার জন্যও এআই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
দাম ও রং
ভারতের বাজারে পোকো এক্স ৭ (৫জি)–এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৩১ হাজার ২২০ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৩৪ হাজার ৫৮ টাকা। ফোনটি কসমিক সিলভার (ধূসর), গ্লেসিয়ার গ্রিন (সবুজ) ও পোকো ইয়েলো (হলুদ) রঙে পাওয়া যাবে।
পোকো পোকো এক্স ৭ প্রো (৫জি)–এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৩৮ হাজার ৩১৬ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২৮ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৪১ হাজার ১৫৪ টাকা। এই মডেলটি নেবুলা গ্রিন (সবুজ), অবসিডিয়ান ব্ল্যাক (কালো) ও পোকো ইয়েলো (হলুদ) রঙে পাওয়া যাবে।
পোকো এক্স ৭ (৫জি)–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ৬.৬৭ ইঞ্চি
ওজন: বিস্তারিত তথ্য নেই
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ১.৫কে কার্ভড অ্যামলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
গঠন: কোর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২
সাইজ: ৬.৬৭ ইঞ্চি
রেভল্যুশন: ১.৫কে
ব্রাইটনেস: ৩০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আলট্রা
র্যাম: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/২৫৬ জিবি ইউএফএস ২.২
স্পিকার: ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: ওয়াটার রেজিস্ট্যান্স, রেইনল্যান্ড লো ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি সার্টিফায়েড
আইপি রেটিং: আইপি ৬৬ +আইপি ৬৮ +আইপি ৬৯
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রং: কসমিক সিলভার, গ্লেসিয়ার গ্রিন, পোকো ইয়েলো
পোকো এক্স ৭ প্রো ৫জি–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: সনি এলওয়াইটি–৬০০ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা
সেলফি ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ৬.৭৩ ইঞ্চি
ওজন: বিস্তারিত তথ্য নেই
সিম: ডুয়াল সিম
ডিসপ্লে: ১.৫কে ফ্ল্যাট অ্যামলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
গঠন: কোর্নিং গরিলা গ্লাস ৭ আই
সাইজ: ৬.৭৩ ইঞ্চি
রেজল্যুশন: ১.৫কে
ব্রাইটনেস: ৩২০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলট্রা
র্যাম: ৮ জিবি/ ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ইউএফএস ৪.০
স্পিকার: ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: রেইনল্যান্ড লো ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি সার্টিফায়েড
আইপি রেটিং: আইপি ৬৬ +আইপি ৬৮ +আইপি ৬৯
ব্যাটারি: ৬৫৫০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (হাইপারচার্জ)
রং: নেবুলা গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক, পোকো ইয়েলো
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস