বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের কল্যাণে মানুষের ডিজিটাল জীবনযাপনের অংশ হিসেবে হেডফোন, ইয়ারবাড বা ইয়ারফোন প্রায় সবারই কাজ বা বিনোদনের সঙ্গী। তবে সঙ্গী হলেও এর যথেচ্ছ ব্যবহারে হতে পারে নানাবিধ ক্ষতি। এই ক্ষতি এড়াতে কিছু কিছু বিষয়ে মেনে চলতে হবে সতর্কতা। যেমন: