Ajker Patrika
হোম > প্রযুক্তি > গ্যাজেট

আইফোন ১৫-এর নতুন ৩ রঙ ফাঁস, দাম ২০০ ডলার বেশি হতে পারে 

অনলাইন ডেস্ক

আইফোন ১৫-এর নতুন ৩ রঙ ফাঁস, দাম ২০০ ডলার বেশি হতে পারে 

প্রতিবছর নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ার আগে আগ্রহী ক্রেতাদের মধ্যে নানা জল্পনা–কল্পনা থাকে। অ্যাপল ফোনের নতুন মডেল আইফোন ১৫ এর নকশা আগেই ফাঁস হয়েছে। তবে কোম্পানি ক্রেতাদের জন্য নতুন চমক রেখে দিয়েছিল। এবার সেটা ফাঁস হয়েছে।

চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুতে প্রায়ই অ্যাপলের তথ্য ফাঁস করা হয়। এবার এই সাইট অ্যাপল ১৫ এর নতুন তিনটি রং ফাঁস করে দিয়েছে। সবুজ, হালকা হলুদ ও গোলাপি- এই তিন রঙের ব্যবহার এবার দেখা যাবে। অ্যাপল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নির্ভরযোগ্যতা করেছেন। মিডনাইট, স্টারলাইট ও লাল রঙের সঙ্গে আইফোন ১৫ আগেই ছিল।

ফোর্বস বলছে, আইফোন ১৪ মডেলেও গাঢ় হলুদের ব্যবহার ছিল। তাই ধারণা করা হচ্ছে- নীল, বেগুনি এবং গাঢ় হলুদ রঙ আইফোন ১৫ থেকে বাদ পড়বে। তবে বাস্তবে এটা ঘটলে তা ক্রেতাদের জন্য হবে চমক। কারণ আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের নীল ও বেগুনি রং সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বলে মার্চে এক প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবছর অ্যাপল ফোনের এক বা দুটি রঙ বাজারে ছাড়ে। ফাঁসের খবরটি সত্য হলে অ্যাপল প্রথমবারের মত একসঙ্গে তিন রঙের ফোন বাজারে আনবে। আইফোনে গোলাপি রঙ আসার জন্য ক্রেতারা দীর্ঘদিন ধরে অ্যাপলের কাছে দাবি জানিয়ে আসছিল।

মার্চে ফাঁস হওয়া এক ছবি থেকে ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ এ বাবলগাম পিংকের (গোলাপি বেগুণির মিশ্রণ হালকা রঙ) মত উজ্জ্বল রঙ আসবে। ক্রেতাদের অনুরোধে এবছর ১৫ ইঞ্চির ম্যাকবুক বাজারে এনেছে কোম্পানিটি। 

আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই সিরিজের ফোনের দাম আগের ফোনগুলোর চেয়ে ২০০ ডলার বেশি হতে পারে।

আইফোন ১৫ প্রো ও ১৫ প্রোম্যাক্স- মডেল দুটিতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নেক্সট জেনারেশনের ৩ ন্যানোমিটার এজি চিপসেট, সুপার থিন ব্যাজেল, নতুন আলট্রা ওয়াইড ব্যান্ড ও সলিড–স্টেট অ্যাকশন বাটন থাকবে, যা মিউট সুইচের পরিবর্তে আসবে। 

আইফোন ১৪ প্রো মডেলের ডিজাইনের মতো আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো মডেল দুইটিতে এ১৬ চিপ ব্যবহার করা হবে। আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকবে। 

করোনার পর আইফোনের মডেলগুলো সেপ্টেম্বরের মাঝামাঝিতেই বাজারে ছাড়া হয়। তাই আইফোন ১৫ মডেলও একই সময়ে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

বিশ্ববাজারে প্রথম ভাঁজযোগ্য তিন ডিসপ্লের ফোন আনল হুয়াওয়ে

পরিবেশবান্ধব ১০ গ্যাজেট

দেশে অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

এখনকার সেরা ভিআর গ্যাজেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করছে জার্মানি

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

নাথিং ফোন ৩এ মডেলের ছবি ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তন