হোম > প্রযুক্তি > গ্যাজেট

স্যামসাং গ্যালাক্সি এফই ট্যাব ও বাডস বাজারে, রং ও দাম যেমন   

অনলাইন ডেস্ক

সাশ্রয়ী দাম ও নকশার কারণে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহারকরীদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো ব্যাপক জনপ্রিয়। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-ও গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ফ্যান এডিশনের (এফই) অংশ হিসেবে বাজারে নিয়ে এসেছে স্যামসাং। 

একই সঙ্গে স্যামসাংয়ের এয়ারফোন গ্যালাক্সি বাডস এফই ছাড়া হয়েছে। গ্যালাক্সি ট্যাব এস৯ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই—দুটি ট্যাবেই সেলুলার নেটওয়ার্কের ৫জি ব্যবহারের সুবিধা ও এস পেন রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গ্যালাক্সি ট্যাব এস৯ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাস ও গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ও রং
গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজের দাম ৪৯৯ ডলার থেকে শুরু হবে। ট্যাবলেটগুলো গ্রে (ধূসর), ল্যাভেন্ডার (হালকা বেগুনি), মিন্ট (সবুজ) ও সিলভার (রুপালি) রঙে পাওয়া যাবে। গ্যালাক্সি বাডস এফইয়ের দাম ৯৯ ডলার এবং এটি সাদা ও গ্রাফাইট রঙে পাওয়া যাবে।  

গ্যালাক্সি ট্যাব এস৯ এফইয়ের স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল 
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি 
ডিসপ্লে: ১০ দশমিক ৯ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে 
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১ 
চিপসেট: এক্সিনোস ১৩৮০ 
মেমোরি: ৬ জিবি র‍্যাম 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
ব্লুটুথ: ৫.৩ 
ওয়াইফাই: ৬ 
ইউএসবি: টাইপ সি 
ব্যাটারি: ৮০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট 

গ্যালাক্সি ট্যাব এস৯ এফই প্লাসের  স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স 
সেলফি ক্যামেরা: ১২ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি 
ডিসপ্লে: ১২ দশমিক ৪ ইঞ্চি (২৫৬০ x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ওয়ান ইউআই ৫ দশমিক ১ 
চিপসেট: এক্সিনোস ১৩৮০ 
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি 
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
ব্লুটুথ: ৫.৩ 
ওয়াইফাই: ৬ 
ইউএসবি: টাইপ সি 
ব্যাটারি: ১০,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট 

গ্যালাক্সি বাডস এফই-এর স্পেসিপিকেশন
গ্যালাক্সি বাডস এফই একটি ওয়ারলেস স্টেরিও (টিডব্লিউএস) এয়ারবাডস। এর মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। এয়ারবাডসটির ডিজাইন স্যামসাংয়ের আগের ডিজাইনের মত। তবে এবারের বাডসে এএনসির সমর্থন রয়েছে। 

বাডসটিতে টাচ কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করা যাবে। এতে আইপিএক্স ২ স্প্ল্যাস রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ হালকা পানির ঝাপটায় হেডফোনটির ক্ষতি হবে না।

ভবিষ্যতের অদ্ভুত ৬ গ্যাজেট

২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পোকো এক্স ৭ সিরিজ, দাম ও স্পেসিফিকেশন

ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য এআই সুপারকম্পিটার তৈরি করল এনভিডিয়া

‘রোলেবল’ ডিসপ্লের ল্যাপটপ আনল লেনেভো, স্ক্রিন ছোট-বড় করা যাবে ইচ্ছেমতো

এক্সিনস নয়, গ্যালাক্সি এস ২৫ সিরিজে থাকবে স্ন্যাপড্রাগনের চিপসেট

আইফোনের নতুন ও সাশ্রয়ী মডেল আনছে অ্যাপল, কিন্তু নাম বদলাচ্ছে

গ্যালাক্সি এস ২৫ সিরিজে বিনামূল্যে জেমিনি এআই ব্যবহারের সুযোগ দেবে স্যামসাং

নতুন বছরের ৭ গ্যাজেট

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এল দেশে

২০২৫ সালের শুরুতে অ্যাপলের যে পাঁচটি নতুন পণ্য উন্মোচন হবে

সেকশন