ভবিষ্যৎ পৃথিবীতে রাজত্ব করবে কোন প্রযুক্তি ও পণ্য প্রতিবছর তার আন্তর্জাতিক প্রদর্শনী বসে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে। এ মাসের ৫ থেকে ৮ তারিখ সেখানে হয়ে গেল কনজ্যুমার ইলেকট্রনিক শো ২০২৩ (সিইএস)। ইলেকট্রনিকস ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো লাসভেগাসে তাদের সর্বশেষ এবং সর্বাধুনিক উদ্ভাবন নিয়ে হাজির হয়েছিল। সেসব দেখতে শহরটিতে ভিড় করেছিলেন ১৬০টি দেশের অগণিত দর্শক। কনজ্যুমার ইলেকট্রনিক শো শেষ হওয়া মানে হচ্ছে, সর্বশেষ এবং সেরা প্রযুক্তিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা শেষ হওয়া।
নতুন প্রযুক্তি ও পণ্য
লেনোভো-ইয়োগা-বুক-৯আই
কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে যুগান্তকারী ডিজাইনের ল্যাপটপ এনেছিল লেনোভো। এর মডেল ছিল লেনোভো ইয়োগা বুক ৯আই। ল্যাপটপটিতে আছে ডুয়েল মনিটর ও রিমুভেবল কিবোর্ড। এই ল্যাপটপের এক দিকে থাকছে ডুয়েল মনিটর সেটআপ। অন্যদিকে এটি ভাঁজ করে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে।
সত্যি হতে চলেছে উড়ন্ত গাড়ি
ফ্লাইং কার বা উড়ন্ত গাড়িকে উভচর গাড়ি বলা চলে। এটি একই সঙ্গে রাস্তায় ও আকাশে চলতে পারে। সিএসই মেলায় এই গাড়ি প্রদর্শিত হয়েছে। অটোমোবাইল কোম্পানি আস্কা এমন উভচর গাড়ি দেখিয়েছে মেলায়। ভবিষ্যতে এটি হবে বিদ্যুৎ চালিত চার আসনের গাড়ি। এতে ভিটিওএল টেকঅফ ও ল্যান্ডিং এবং এসটিওএল, অর্থাৎ শর্ট টেকঅফ ও ল্যান্ডিংয়ের কৌশল দেখা যাবে। এর রেঞ্জ বাড়ানোর জন্য এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি, বৈদ্যুতিক মোটরসহ একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সিস্টেম থাকবে। এর রেঞ্জ ৪০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর আকাশে এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ২৪০ কিলোমিটার।
সুইচ চাপলেই বদলে যাবে গাড়ির রং। একই পরিবর্তন করা যাবে ভিন্ন ভিন্ন ৩২টি রং। এই ৩২ রঙের সমন্বয়ে তৈরি করা যাবে অসংখ্য আলাদা কম্বিনেশন ও ডিজাইন। এমনকি গাড়ির চাকাগুলোও ভিন্ন ভিন্ন রঙে পরিবর্তিত হবে। ভবিষ্যতে জার্মান মোটরগাড়ি নির্মাতা বিএমডব্লিউর গাড়িগুলো এমনই হবে। সিইএস মেলায় প্রতিষ্ঠানটি আই ভিশন ডিইই নামের এমন গাড়ি নিয়ে উপস্থিত হয়েছিল। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক কালি বা ই-ইংক প্রযুক্তি। এর আগের বছরও আইএক্স ফ্লো নামে এমন একটি কালার চেঞ্জিং কনসেপ্ট কার এনেছিল বিএমডব্লিউ। আগের মডেলটি ছিল ইলেকট্রনিক ইংক টেকনোলজি ব্যবহার করে তৈরি করা বিশ্বের প্রথম গাড়ি। সেটি শুধু সাদা ও কালো রঙে পরিবর্তন করা যেত।
এর আগে ফ্লিপ ও ফ্লেক্স দুই ধরনের ডিসপ্লেযুক্ত মডেল বাজারে এনেছে স্যামসাং। ভাঁজ হয় যে ডিসপ্লে, সেগুলো ফ্লিপ এবং দুই পাশে টানলে বড় হয় যে ডিসপ্লে, সেগুলো ফ্লেক্স। এবার তার থেকে এক ধাপ এগিয়ে স্যামসাং আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে ফ্লেক্স হাইব্রিড ডিসপ্লে। একই সঙ্গে ফোল্ড ও স্লাইড দুটোই করা সম্ভব এই নতুন প্রোটোটাইপ ডিসপ্লেতে। ভবিষ্যৎ প্রজন্মের ল্যাপটপের জন্য এই ডিসপ্লের কথা ভেবে রেখেছে স্যামসাং। ১০ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লেকে ১২ দশমিক ৪ ইঞ্চি এবং ১৬ দশমিক ১০ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিনে পরিণত করা যাবে। আর এ সবটাই সম্ভব ফ্লেক্স হাইব্রিড ডিসপ্লেতে।
সিটিজেন সিজেড স্মার্টওয়াচ
স্মার্ট ঘড়িগুলো স্বাস্থ্যবিষয়ক বিশদ তথ্য তুলে ধরার জন্য জনপ্রিয়। সিটিজেন সিইএস মেলায় দেখিয়েছে তাদের ভবিষ্যতের সিজেড স্মার্ট ঘড়ি। এটি নাসা রিসার্চ সেন্টারের গবেষণায় তৈরি টুলসের ওপর ভিত্তি করে আপনার ক্লান্তি এবং সতর্কতার মাত্রা উভয়ই মূল্যায়ন করতে পারে।
ঘড়িটি আপনার ঘুমের ধরন, হৃৎস্পন্দন, শক্তির মাত্রা এবং অন্যান্য স্বাস্থ্য বিষয় পরিমাপ করে আপনি প্রতিদিন কেমন অনুভব করছেন তার একটি পরিষ্কার ধারণা দেবে। আপনি যেদিন শারীরিকভাবে ভালো অনুভব করবেন না, আপনি বুঝে ওঠার আগেই সিটিজেন সিজেড আপনাকে জানিয়ে দেবে।
গ্লাস ছাড়াই থ্রি-ডি কনটেন্ট দেখা যাবে
কনজ্যুমার ইলেকট্রনিক শোয়ের মঞ্চে দেখা মিলল আসুসের নতুন ভিভোবুক প্রো ১৬X থ্রি-ডি ওলেড ল্যাপটপ। এই ল্যাপটপে কোনো রকম থ্রি-ডি গ্লাস ব্যবহার না করে থ্রি-ডি কনটেন্ট দেখা যাবে। এর আগে কিছু প্রতিষ্ঠান তাদের তৈরি ল্যাপটপ ও ডিসপ্লেতে এই নতুন টেকনোলজি ব্যবহার করেছে। কিন্তু আসুস এবার প্রথম ল্যাপটপের ওলেড স্ক্রিনে এই টেকনোলজি ব্যবহার করল। ল্যাপটপটির স্ক্রিনের গ্লাস ফ্রন্ট লেয়ারের ওপর রয়েছে একটি টু-ডি ও থ্রি-ডি লিকুইড ক্রিস্টাল সুইচিং লেয়ার এবং অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং। এর মাধ্যমে খুব সহজেই কনটেন্ট টু-ডি থেকে থ্রি-ডি এবং থ্রি-ডি থেকে টু-ডি মোডে পরিবর্তন করা সম্ভব।
তার ও রিমোটবিহীন টেলিভিশন
ব্রাজিলের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিসপ্লেস এমন একধরনের টেলিভিশন এনেছে, যা কোনো তারের সংযোগ ছাড়াই চলবে। ব্যবহারকারী চাইলে ঘরের যেকোনো জায়গায় তা রাখতে পারবেন। কোম্পানির প্রথম মডেলের টিভিটি ৫৫ ইঞ্চি ও ফোর কে পিক্সেলের। এর সঙ্গে যুক্ত থাকা ব্যাটারিতে টেলিভিশনটি চলে। এ ছাড়া এলজি এম থ্রি সিরিজের ৯৭ ইঞ্চির তারহীন ওএলইডি টেলিভিশন প্রদর্শন করেছে মেলায়। প্রতিষ্ঠানটি ৮৩ ও ৭৭ ইঞ্চির আরও দুই আকারের টিভিও আনবে বলে জানিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস ওহিন্দুস্তান টাইমস