হোম > প্রযুক্তি > নো হাউ

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার দুই ভাবে করা যায়। ছবি: ডিজিটাল ট্রেন্ডস

বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআইভিত্তিক চ্যাটবট, যা মানুষের মতো কথা বলতে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। চ্যাটজিপিটি এখন অনেক প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় এবং গত বছর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে মেটা।

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহারের মাধ্যমে আপনি সহজে যেকোনো প্রশ্নের উত্তর পেতে পারেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন, ব্যবসায়িক সহায়তা নিতে পারেন বা বিনোদনের জন্য কথোপকথন চালিয়ে যেতে পারেন। এটি একদিকে যেমন সময় বাঁচায়, তেমনি হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে সরাসরি সংযুক্ত হওয়ায় ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করে।

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার দুইভাবে করা যায়। ফোন নম্বর সেভ করে বা কিউআর কোড স্ক্যান করে।

ফোন নম্বর সেভ করে চ্যাটজিপিটি ব্যবহার করবেন যেভাবে

১. এই নম্বরটি ‘+ 18002428478’ আপনার ডিভাইসে সেভ করুন এবং একটি নতুন কন্টাক্ট হিসেবে অ্যাড করুন।

২. কনটাক্ট সেভ করার পর হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি কনটাক্টটি খুঁজুন। যখন আপনি এটি খুঁজে পাবেন, তখন দেখবেন এটি বট হিসেবে ভেরিফায়েড চেক মার্কসহ রয়েছে। এরপর এতে ট্যাপ করুন এবং চ্যাটবক্সটি খুলে যাবে।

৩. এখন আপনি চ্যাটজিপিটিকে যেকোনো কিছু মেসেজ করতে পারেন। আপনি সাধারণ একটি মেসেজ দিয়েও শুরু করতে পারেন বা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্রশ্ন করতে পারেন। এর মধ্যে ব্যাকরণ বা বানান সংশোধন করা, নির্দিষ্ট প্রশ্ন করা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে।

তবে চ্যাটবটের এই সংস্করণে ছবি বা অন্য কোনো ফাইল আপলোড করার সমর্থন করে না।

কিউআর কোড স্ক্যান করে চ্যাটজিপিটি ব্যবহার করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ খুলুন এবং নিচের ডান দিকে থাকা ‘+’ বোতামে ট্যাপ করুন।

২. এখন ‘নিউ কনটাক্ট’-এর পাশে থাকা কিউআর কোড বাটনে ট্যাপ করুন।

ওপরের কিউআর কোডটি স্ক্যান করুন। ছবি: চ্যাটজিপিটি

৩. ওপরের কিউআর কোডটি স্ক্যান করুন। এখন আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করতে পারবেন।

ক্রোম ও অ্যান্ড্রয়েডে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে পরিচিতদের আমন্ত্রণ জানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপের মেসেজ সুরক্ষিত রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে