Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই টুল, লিখে দেবে চাকরির বিজ্ঞাপন 

প্রযুক্তি ডেস্ক

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই টুল, লিখে দেবে চাকরির বিজ্ঞাপন 

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বলা যায় এক প্রকার যুদ্ধেই নেমেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চ্যাটজিপিটি চালুর পর থেকে মূলত শুরু হয় এই প্রতিযোগিতা। এরই মধ্যে নিজস্ব সার্চ ইঞ্জিন বিং—এ চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল নিয়ে আসে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’। সম্প্রতি স্ন্যাপচ্যাটও প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় এবার পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লিখতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে লিংকডইন।

লিংকডইন জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলে তা গুছিয়ে লিখে দেবে এআই টুলটি। ফলে প্ল্যাটফর্মে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে নতুন এই টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান— উভয় পক্ষই সুবিধা পাবে।

সম্প্রতি, প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক

পছন্দের রিলস বন্ধুদের সঙ্গে শেয়ারের ফিচার আনল ইনস্টাগ্রাম

ধর্ষণকে উৎসাহিত করছে কম্পিউটার গেম, সমালোচনার মুখে সরিয়ে নিল স্টিম

ভুল তথ্য বিশ্বাসের ঝুঁকিতে এগিয়ে কোন প্রজন্ম, জেন-জি নাকি মিলেনিয়াল

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক