হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

স্ন্যাপচ্যাটের এআই চ্যাটবট ব্যবহারকারীর ‘বয়স অনুযায়ী’ উত্তর দেবে

প্রযুক্তি ডেস্ক

প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর পর এবার চ্যাটবটে ‘সেফটি টুল’ চালু করেছে স্ন্যাপচ্যাট। নতুন টুলটি চালুর ফলে চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী স্ন্যাপচ্যাট জানিয়েছে, সেফ গার্ড নামের টুলটির মাধ্যমে ব্যবহারকারীর বয়স জানতে পারবে চ্যাটবটটি। ফলে বয়স অনুযায়ী উত্তর দিতে পারবে চ্যাটবট। এ ছাড়া কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের সংলাপও দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর পর অনেক ব্যবহারকারীই চ্যাটবটকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নতুন এই টুল চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট সঠিকভাবে ব্যবহৃত হবে।’ আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহার করতে পারছেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।

এর আগে অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকোমেন্ডেশন টুল চালু করে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

লেন্স ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে থাকা চেহারা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কৃত্রিম আবহ তৈরি করতে পারেন ব্যবহারকারীরা। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে স্ন্যাপচ্যাট।

বিগত বছর অ্যাপের ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ আনে স্ন্যাপচ্যাট।

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

ফেসবুক–টিকটককে লক্ষ্য করে ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

কিশোর হত্যার জেরে আলবেনিয়ায় নিষিদ্ধ টিকটক

থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী এখন ১০ কোটি

মাদক বিক্রি বন্ধে ফেসবুক–টিকটকের সঙ্গে বসছে ট্রাম্পের প্রতিনিধিদল

সেকশন