জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটকের ওপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। গত মাসে এক কিশোর হত্যাকে কেন্দ্র করে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এ ছাড়া শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগের কারণেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, স্কুলগুলোকে আরও নিরাপদ করার জন্য একটি ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের শুরুর দিকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। দেশব্যাপী অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে বৈঠক করার পর তিনি এ মন্তব্যটি করেছিলেন।
রামা বলেন, ‘এক বছর ধরে আমরা সবার জন্য টিকটককে সম্পূর্ণ বন্ধ করে দেব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।’
ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামসহ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের জন্য সামাজিক মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত নভেম্বরে বিশ্বের কঠোরতম নিয়ম চালু করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সম্পূর্ণ সামাজিক মিডিয়া নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।
সোশ্যাল মিডিয়া বিশেষ করে টিকটক–কে যুবকদের মধ্যে সহিংসতা উসকে দেওয়ার জন্য দোষী করেছেন রামা। এসব সহিংসতা স্কুলের ভেতরে এবং বাইরে ঘটে। তাঁর সরকারের সিদ্ধান্তটি ১৪ বছর বয়সী স্কুলছাত্রের হত্যাকাণ্ডের পর নেওয়া হয়েছে। এই কিশোরকে নভেম্বরে তার এক সহপাঠী ছুরি দিয়ে হত্যা করে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ঘটনার পেছনে সামাজিক মিডিয়াতে দুই ছেলের মধ্যে তর্ক-বিতর্ক ছিল। টিকটকে এমন কিছু ভিডিওও প্রকাশিত হয়েছিল যেখানে অপ্রাপ্তবয়স্করা হত্যাকাণ্ডটির সমর্থন জানিয়েছিল।
রামা আরও বলেন, এটি আমাদের বাচ্চাদের সমস্যা নয়। সমস্যাটি আজ আমাদের, সমস্যাটি আজ সমাজের, সমস্যাটি আজকের টিকটক ও অন্য সব প্ল্যাটফর্মের যারা আমাদের শিশুদের জিম্মি করছে।’
টিকটক আলবেনীয় সরকারের কাছ থেকে (নিষেধাজ্ঞার বিষয়ে) ‘তাৎক্ষণিক ব্যাখ্যা’ চাচ্ছে।
কোম্পানিটির মুখপাত্র বলেছেন, ‘হামলাকারী বা ভুক্তভোগীর টিকটক অ্যাকাউন্ট ছিল, এমন কোনো প্রমাণ আমরা পাইনি। পাশাপাশি একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে এ ঘটনার নেতৃত্ব দেওয়া ভিডিও টিকটক নয়, অন্য প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। ঘটনার আগে যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল তা টিকটকে নয়, অন্য একটি প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের টিকটক নিষিদ্ধের আইন কংগ্রেসে পাস হয়েছে গত এপ্রিলে। এই আইনটি টিকটকের সামনে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে টিকটককে চীনা মালিকানামুক্ত হতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে অ্যাপটিকে। তবে গত সপ্তাহে টিকটকের সিইও শো জি চিউ-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক।