হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

টুইটার থেকে আয়ের সুযোগ পাচ্ছে সংবাদমাধ্যম

প্রযুক্তি ডেস্ক

সংবাদমাধ্যমগুলো তাদের সংবাদের লিংক টুইটারে নিয়মিত শেয়ার করে থাকে। এসব সংবাদ থেকে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দিতে যাচ্ছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৯ এপ্রিল) এক টুইটে মাস্ক লিখেছেন, ‘আগামী মাস থেকে প্ল্যাটফর্মে প্রতিবেদন পড়ার জন্য প্রতি ক্লিকে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে সংবাদমাধ্যমগুলো।’

এই সুবিধায় প্রতি প্রতিবেদন পড়ার জন্য আলাদা করে অর্থ দেবে পাঠকেরা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক হারে চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম ও পাঠক উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করেন মাস্ক। 

এখন থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট। এর আগে সর্বোচ্চ ২৮০ ক্যারেক্টারের পোস্ট লেখা যেত। ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের পোস্ট লেখা যেত।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অফিশিয়াল ‘টুইটার রাইট’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ ঘোষণা দেওয়া হয়। শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট করতে পারবেন। টুইটগুলোকে বোল্ড করে বা ইটালিক ফন্ট ব্যবহার করে ফরম্যাটও করতে পারবেন তাঁরা। 

এদিকে আজ ১৫ এপ্রিল থেকে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার প্ল্যাটফর্মের পোলে ভোট দিতে পারবেন এবং তাঁদের পোস্টই অন্য ব্যবহারকারীদের কাছে রেকোমেন্ড করা হবে। ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টগুলোর পোস্ট ব্যবহারকারীদের ‘ফর ইউ’ সেকশনে দেখা যাবে না। যে সেকশনেই মূলত বিভিন্ন ব্যবহারকারীর টুইট রেকোমেন্ড করা হয়ে থাকে। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক বলেন, ‘এই পরিবর্তনগুলো উন্নত এআই বটগুলোকে মোকাবিলা করার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায় যুদ্ধে হেরে যাওয়া অনিবার্য।’

মাস্ক আরও বলেন, ‘একই কারণে পোলে ভোট করার সুযোগ দেওয়ার আগে যাচাই প্রয়োজন।’ এর আগে এক টুইটার পোস্টে মাস্ক জানিয়েছিলেন, যাচাইয়ের প্রক্রিয়া চালুর পর থেকে বট ব্যবহারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এগুলো শনাক্ত করাও সহজ হয়েছে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক