Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা বেটা সংস্করণে চালু

প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা বেটা সংস্করণে চালু

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে চালু হয়েছে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ২.২৩.১০.১৩ এবং আইওএসে ২৩.১০.০.৭০ সংস্করণে চালু হয়েছে এই সুবিধা।    

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে শুধু মেসেজ নয়, ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা ব্যবহার করে পুরো মেসেজ মুছে নতুন করে আবার পাঠাতে হবে না। তবে প্রাপককে মেসেজ এডিটের কথা জানাবে হোয়াটসঅ্যাপ।

এদিকে, ইন্টারনেটের বিভিন্ন ‘স্প্যাম কল’ শনাক্তে শিগগিরই মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ’সহ অন্যান্য মেসেজিং অ্যাপে যুক্ত হচ্ছে ট্রুকলারের সুবিধা। ট্রুকলারের প্রধান নির্বাহী অ্যালান মামেডি বলেন, নতুন এই সুবিধাটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষের দিকে বিশ্বব্যাপী চালু করা হবে এটি।

ট্রু কলারের ২০২১ সালের প্রতিবেদন অনুসার, ভারতের মতো দেশগুলোতে টেলিমার্কেটিং এবং স্ক্যামিং কল বৃদ্ধি পাচ্ছে। ভারতের ব্যবহারকারীরা প্রতি মাসে গড়ে প্রায় ১৭টি স্প্যাম কল পান।

এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে ‘জিও’ ও ‘এয়ারটেলের’ মতো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা নিজেদের নেটওয়ার্কে এআইভিত্তিক ফিল্টার ব্যবহার করে বিভিন্ন টেলিমার্কেটিং কল ব্লকের নির্দেশ দিয়েছে। 

ট্রুকলার জানিয়েছে, এই ধরনের সমাধান বাস্তবায়ন করতে এরই মধ্যে এটি বিভিন্ন টেলিযোগাযোগ সেবাদাতার সঙ্গে আলোচনা করেছে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক