প্রযুক্তি ডেস্ক
মেসেঞ্জারে ভিডিও কল চালু থাকা অবস্থায় বন্ধু বা পরিচিতদের সঙ্গে ভিডিও গেম খেলার সুবিধা এনেছে মেটা। ফলে আলাদা কোনো অ্যাপ ইনস্টল বা ওয়েবসাইট ভিজিট ছাড়াই এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ভার্চ্যুয়ালি গেম খেলা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারেও মেসেঞ্জার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস, মিনি গলফ এফআরভিআর, কার্ড ওয়ারস এবং এক্সপ্লোডিং কাইটেনসসহ ১৪টি গেম যুক্ত করেছে মেসেঞ্জার। বিনামূল্যেই খেলা যাবে এসব গেম। মেসেঞ্জারে ভিডিও কল চালু থাকা অবস্থায় ‘গ্রুপ মোড’ বাটনে ক্লিক করে গেম অপশন নির্বাচন করতে হবে। পর্যায়ক্রমে সকল ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
এর আগে, ফেসবুক ও মেসেঞ্জার দুটো অ্যাপ পুনরায় একত্র করার সিদ্ধান্ত নেয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক প্রধান টম অ্যালিসন বলেন, ‘আমরা ফেসবুক অ্যাপে ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আমরা মূলত চাই মেসেঞ্জার বা সরাসরি ফেসবুক অ্যাপ যা-ই হোক, যোগাযোগের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।’
২০১৪ সালে ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার সরিয়ে ফেলা হয়। তখন ফেসবুক থেকে বলা হয়েছিল, ‘আমাদের লক্ষ্য মেসেঞ্জারে সেরা মোবাইল মেসেজিং অভিজ্ঞতা দেওয়া।’ ফেসবুকের ব্রাউজার সংস্করণে এই মেসেজিং সুবিধা ফেরানোর কোনো পরিকল্পনা মেটা করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। ২০১৬ সালে কোম্পানিটি মোবাইল ওয়েব ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের দিকে নিতে শুরু করে।