Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন তৈরির এআই টুল আনছে মেটা

প্রযুক্তি ডেস্ক

বিজ্ঞাপন তৈরির এআই টুল আনছে মেটা

বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে দিয়ে থাকেন। এ ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই নিজস্ব কর্মীদের দিয়ে বিজ্ঞাপন বানানোর পাশাপাশি বিভিন্ন ডিজিটাল মিডিয়া এজেন্সির সহায়তা নিয়ে থাকেন। এতে করে বিজ্ঞাপন খাতে খরচও বাড়ে প্রতিষ্ঠানগুলোর। এই সমস্যার সমাধানে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনার ঘোষণা দিয়েছে  মেটা। টুলটির মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করিয়ে নেওয়া যাবে। আগামী জুলাই থেকে বড় পরিসরে টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই এআই টুলের নাম ‘এআই স্যান্ডবক্স’। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মেটা।

মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ‘বিজ্ঞাপন তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনতে কাজ করছে মেটা। টুলটির ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা ধরনের বিজ্ঞাপনও তৈরি করা যাবে এই টুলের মাধ্যমে।’
 
গত ফেব্রুয়ারিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা চালু করতে নতুন একটি দল গঠন করেন মার্ক জাকারবার্গ। সে সময় তিনি জানিয়েছিলেন, ইনস্টাগ্রামের ফিল্টারসহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর চ্যাটবট যুক্তের জন্য কাজ করছে মেটা। ধারণা করা হচ্ছে, মেটার এ উদ্যোগের অংশ হিসেবেই নতুন এই টুলটি তৈরি করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরেই টুলটি উন্মুক্ত করা হবে।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক