টি এইচ মাহির
এই ডিজিটাল যুগে অ্যাপ এখন জীবনযাপনের সঙ্গী। স্মার্টফোনের বড় অংশজুড়ে তাদের উপস্থিতি। তবে সেসব অ্যাপের বেশির ভাগেরই সাধারণ ব্যবহারের বাইরে অন্যান্য ফিচারের খোঁজ কম রাখেন ব্যবহারকারীরা। কিন্তু চেনা অ্যাপগুলোর সেই সব অচেনা এবং অব্যবহৃত ফিচার বিভিন্ন কাজ সহজ করে দেবে।
ইউটিউব
ভিডিও ট্রান্সক্রিপ্ট: ইউটিউবের এই ফিচার কাজে লাগবে লম্বা দৈর্ঘ্যের ভিডিও দেখতে। ইউটিউব ভিডিও দেখার সময় নির্দিষ্ট অংশ বা চ্যাপ্টারে সরাসরি যেতে কাজ করে ইউটিউব ট্রান্সক্রিপ্ট। মোবাইল ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ইউটিউব ট্রান্সক্রিপ্ট নামে একটি বাটন থাকে, যেখানে ক্লিক করলে ভিডিওর বিভিন্ন অংশের টাইমলাইন দেখা যায়।
টেক আ ব্রেক: ইউটিউবের নেশায় যাঁরা বুঁদ হয়ে আছেন, এ ফিচার তাঁদের জন্য। ভিডিও দেখার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় এ ফিচারের মাধ্যমে। এটি ব্যবহার করতে স্মার্টফোনের ইউটিউব থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর জেনারেলে ক্লিক করলে প্রথমেই আসবে টেক অ্যান্ড ব্রেক নামের অপশনটি। এই অপশন চালু করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারেন।
তা ছাড়া আপনাকে ঘুমোতে যাওয়ার সময় মনে করিয়ে দেবে তার নিচের আরেকটি অপশন রিমাইন্ড মি হোয়েন ইটজ বেডটাইম। যাঁরা রাত জেগে ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে ঘুমের বারোটা বাজিয়ে দেন, এই ফিচার তাঁদের বেশ কাজে দেবে।
হোয়াটসঅ্যাপ
ব্রডকাস্ট: হোয়াটসঅ্যাপে একটি মেসেজ একই সঙ্গে একাধিক ব্যক্তির কাছে পাঠাতে চাইলে এ ফিচার ব্যবহার করতে পারেন। প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করুন। তারপর নিউ ব্রডকাস্ট অপশনে ক্লিক করে যাঁদের মেসেজ পাঠাতে চান, তাঁদের নাম সিলেক্ট করুন। তারপর মেসেজ বক্সে মেসেজ লিখে পাঠিয়ে দিন। এভাবে বিভিন্ন দিবস কিংবা উৎসবের শুভেচ্ছাবার্তা অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো যাবে অনেককে, একই সঙ্গে।
গুগল ম্যাপ
টাইমলাইন: ভ্রমণপ্রেমীদের জন্য কাজে লাগে এই ফিচার। এটি ব্যবহার করে ভ্রমণের ইতিহাস দেখা যাবে গুগল ম্যাপ থেকে। এ জন্য গুগল ম্যাপে ঢুকে প্রোফাইল ছবির আইকনে ক্লিক করুন। তারপর ইওর টাইমলাইনে ক্লিক করলে আপনার বিভিন্ন লোকেশনে যাতায়াতের তথ্য দেখা যাবে। সে তালিকা সম্পাদনাও করা যাবে। নোট রাখা যাবে, রাখা যাবে ভ্রমণের ছবিও। এ স্মৃতি প্রতিবছর মনে করিয়ে দেবে গুগল।
গুগল ফটোস
ভিডিও স্ট্যাবিলাইজেশন: গুগল ফটোস অ্যাপটি ভিডিও সম্পাদনার অ্যাপ না হলেও এই চমৎকার ফিচার যুক্ত করেছে। স্মার্টফোন দিয়ে ভিডিও করলে শরীর নড়াচড়ার কারণে ভিডিও স্ট্যাবল হয় না। গুগল ফটোসে এই সমস্যার সমাধান হবে এক ক্লিকে। এ জন্য গুগল ফটোসে ঢুকে যে ভিডিও স্ট্যাবিলাইজেশন করতে চান, সেটি ক্লিক করুন। তারপর এডিট অপশনে গিয়ে স্ট্যাবিলাইজ অপশনে ক্লিক করলে ভিডিও স্ট্যাবল হয়ে যাবে।
টেলিগ্রাম
ফ্রি ক্লাউড স্টোরেজ: টেলিগ্রাম অন্যতম জনপ্রিয় এবং নিরাপদ মেসেজিং অ্যাপ। চাইলে একে ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করা যায়। এখানে ছবি, ভিডিওসহ যেকোনো ফাইল সংরক্ষণ করা যাবে। সে জন্য টেলিগ্রামে একটি প্রাইভেট চ্যানেল খুলুন। যেখানে শুধু একটি আইডিই থাকবে। তারপর সেখানে ইচ্ছেমতো ফাইল, ভিডিও, ছবি আপলোড করুন। টেলিগ্রামের ফ্রি সংস্করণে প্রতি ফাইলে সর্বোচ্চ ২ জিবি ডেটা আপলোড করা যাবে।
এই ফিচারগুলো ব্যবহার করে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বাড়িয়ে নিন।