হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

অনলাইন ডেস্ক

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০০: ৪৫
ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম-থ্রেডসেও ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করছে মেটা। ছবি: এক্স

ডোনাল্ড ট্রাম্পের মন জোগাতে মরিয়া হয়ে উঠেছে মার্ক জাকারবার্গে সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা। ইলন মাস্কের এক্স–এর অনুকরণে থার্ডপার্টি ফ্যাক্টচেকিং বন্ধ করার ঘোষণা দিয়েছে এরই মধ্যে। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রান্সজেন্ডার, নারী ও অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের নীতি শিথিল করেছে!

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ প্রথম এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই অ্যাপ দুটির মূল প্রতিষ্ঠান মেটা ঘৃণামূলক বক্তব্য ও কনটেন্ট প্রচারের নীতিমালায় কিছু পরিবর্তন আনে। যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠী সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিষিদ্ধের ধারা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ট্রান্সজেন্ডার বিরোধী বক্তব্য প্রচারের নীতিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

আগে ফেসবুকে বা ইনস্টাগ্রামে নারীদের ‘গৃহস্থালি সামগ্রী’ বা ‘সম্পত্তি’–এর সঙ্গে তুলনা করার বিষয়টি নিষিদ্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সেটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ট্রান্স বা গে ব্যক্তিদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য প্রচারের নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া অন্য সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে বক্তব্যের ক্ষেত্রেও পূর্বের বিধিনিষেধ বাতিল করা হয়েছে।

আগে ফেসবুকে চীন–বিরোধী বক্তব্য প্রচারেও কঠোর বিধিনিষেধ ছিল। যেমন—কেউ ফেসবুকে লিখতে পারতেন না ‘চীন কোভিড–১৯ ছড়িয়েছে’ বা ‘চীন এর জন্য দায়ী’। কিন্তু মেটার নতুন নীতিতে সেই ধারাটি সরিয়ে দেওয়া হয়েছে। এই নীতি প্রকাশ্যে চীন–বিরোধী মনোভাবকে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

এ ছাড়া ঘৃণামূলক বক্তব্য বা বিষয়বস্তু প্রচারের নীতিমালায় আরও নতুন কিছু ধারা যোগ করা হয়েছে। এসব ধারায় ট্রান্স–বিরোধী মন্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলেই এখন ফেসবুকে ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য করতে পারবেন।

গত মঙ্গলবার মার্ক জাকারবার্গ মেটার নীতিতে এসব পরিবর্তন আনেন। বিশ্লেষকদের মতে, জাকারবার্গ সরকার গঠন করতে চলা রিপাবলিকান পার্টি তথা ট্রাম্প ঘনিষ্ঠদের মন জোগাতে এসব পরিবর্তন এনেছেন। এর মধ্যে মেটার ফ্যাক্টচেকিং প্রোগ্রাম বাতিল করেছেন জাকারবার্গ। তাঁর কনটেন্ট মডারেশন টিমকে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তর করেছেন। এ ছাড়া গত সোমবার মেটা কর্তৃপক্ষ ঘোষণা করে, আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সভাপতি ও ট্রাম্পের বন্ধু ডানা হোয়াইট মেটার পরিচালনা পর্ষদে যোগ দেবেন।

মঙ্গলবার মেটার প্রকাশিত এক নথিতে ঘৃণামূলক বিষয়বস্তু প্রচারের নীতিমালায় এই পরিবর্তনের কথা বলা হয়। এটি কেবল কোম্পানির কনটেন্ট মডারেটরদের জন্য একটি সারসংক্ষেপ, যার বিস্তারিত সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে গোপন রাখা হয়।

দ্য ইন্ডিপেনডেন্ট এ বিষয়ে মেটার মন্তব্য জানতে চেয়েছিল। কিন্তু মেটা এখনো বিস্তারিত কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম