অবশেষে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আপাতত বিজনেস অ্যাকাউন্টধারীরা বেটা ভার্সনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা পাচ্ছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, এই সুবিধাটি গত জুন থেকেই চালু হয়েছে।
২০১০ সালে বাজারে আসার পর থেকেই প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তা পেয়েছে। এত দিন হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা ছিল না। গুগল প্লেস্টোরে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে এই ফিচারটি এখন পাওয়া যাবে।
যে কেউ বেটা ভার্সন ইনস্টল করে নতুন ফিচারটি পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ওপরে ডান দিকে কিউআর কোডের পাশের তির চিহ্নে চাপ দিতে হবে। এরপর নিচের দিকে কার্ডে দেখা যাবে কোন অ্যাকাউন্টে লগইন করা আছে। সেই সঙ্গে অন্য অ্যাকাউন্ট যোগ করার সুযোগ থাকবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয়।